লাবনী চৌধুরী, ৩০ আগস্ট: গ্যাসের দাম কমালো মোদী সরকার, সুর চড়ালেন ফিরহাদ। মঙ্গলবার গ্যাসের দাম ২০০ টাকা কমানোর ঘোষণা করেন মোদী সরকার। এরপর থেকেই ভোটের উৎকোচ বলে সুর চড়াচ্ছে বিরোধীরা। এমনকি বলতে ছাড়লেন না ফিরহাদ হাকিমও।

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সাংবাদিক সম্মেলনে জানান, ওনাম ও রাখিবন্ধদের উপহার হিসেবে রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এরপর থেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিরোধীদের কটাক্ষ, উৎসবের উপহার নয় ভোটের উৎকোচ। যদি উপহারই হয় তবে তা ভোটের আগেই কেন? এইভাবেই নির্বাচনের ময়দান গরম করতে ব্যাস্ত বিরোধীরা।

রাখিতেও রাজনীতির ছোঁয়া!

এদিন রাখি বন্ধন উৎসবে চেতলায় সাংবাদিকদের মুখোমুখি হন মেয়র ফিরহাদ হাকিম।তখনই কেন্দ্র সরকারের গ্যাসের দাম কমানোর প্রসঙ্গে রাজনীতির ময়দান গরম করতে তিনি বলেন, “দাম কমিয়েছে তাতে মানুষের ভালো হচ্ছে, তবে দুর্ভাগ্য যে ভোটের সময় দাম কমিয়ে মানুষকে বোকা বানানো, মানুষ এতো বোকা নয়”। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর