গোবরজনা

ব্যুরো নিউজ, ৯ নভেম্বর: গোবরজনা কালী মন্দিরের পুজোর প্রস্তুতি পরিদর্শনে প্রশাসনিক কর্তারা

 

গোবরজনা কালী মন্দিরের পুজোর প্রস্তুতি পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা। রতুয়া ২ ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের গোবরজনা কালীপুজো প্রস্তুতি পরিদর্শন করেন রতুয়া দুই ব্লক বিডিও শেখর শেরপা সহ পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী, যুব ভিডিও কল্যাণ আশীষ দাস, জেলা পরিষদ সদস্য অর্পিতা উপাধ্যায় ও প্রশাসনিক কর্তারা।

এই ঐতিহ্যবাহী কালীপুজোকে কেন্দ্র করে প্রস্তুতি একদম তুঙ্গে। ইতিমধ্যেই বসতে শুরু  করে দিয়েছে মেলা। লক্ষাধিক মানুষের সমাগম হয় এই কালীপুজোকে কেন্দ্র করে।

 চিরাচরিত প্রদীপের চাহিদা কম |কারুকার্য করা প্রদীপেই ভরসা মৃৎশিল্পীদের

আর এই পুজোকে কেন্দ্র করে মানুষের সমাগম ও নিরাপত্তার বিষয়কে মাথায় রেখে প্রশাসনিক কর্তারা এই পুজো পরিদর্শন করেন।

 

পুজোর শুরু থেকে বিসর্জন প্রক্রিয়া পর্যন্ত যাতে সবকিছু সুষ্ঠুভাবে করা যায় সে দিকে লক্ষ্য রেখে দফায় দফায় প্রশাসনিক কর্তারা বৈঠক করছেন। আর সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে জোর তৎপরতা রয়েছে প্রশাসনের তরফ থেকে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর