ইভিএম নিউজ ব্যুরো, ৯ জুনঃ (Latest News) মিশ্র প্রজাতির একটি কুকুর। যার জিভটি লম্বায় প্রায় ১২.৭ সেন্টিমিটার বা ৫ ইঞ্চি। আর এতেই অবাক সারা বিশ্ব। নাম উঠে গিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এও।

জানা গিয়েছে কুকুরটির নাম জোয়ি। কুকুরটির জিভটি লম্বায় প্রায় ১২.৭ সেন্টিমিটার বা ৫ ইঞ্চি। লম্বায় একটি সোডা ক্যানের চেয়ে বড়। ছোটবেলা থেকে মিশ্র প্রজাতির এই কুকুরটির জিভ বড় ছিল বলে জানিয়েছেন আমেরিকার লুইসিয়ানার মেটারি নিবাসী Zoey-র মালিক ড্রিউ এবং স্যাডি উইলিয়ামস।

এই প্রসঙ্গে স্যাডি উইলিয়ামস জানিয়েছেন, Zoey-র বয়স যখন ছয় সপ্তাহ ছিল, তখন জিভটি বের হয়ে আসত অনেকটাই। তিনি পরে কুকুরটির ছবি গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডস সংস্থাকে পাঠিয়েছিলেন।

উল্লেখ্য, লম্বা জিভের জন্য গত বছর Zoey-এর মালিকরা তাকে এক পশুচিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। সেই সময় জিভের মাপ নেওয়া হয়েছিল। কুকুরটির জিভটি বিশেষ বৈশিষ্ট্যর জন্য স্বীকৃতি পাবে বলে সেই সময় চিকিৎসক ড্রিউ এবং স্যাডিকে জানিয়েছিলেন। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর