ব্যুরো নিউজ, ২০ নভেম্বর: গাজার শিফা হাসপাতালে ইজরায়েলি সেনা
আকাশপথে হামলা না চালিয়ে ইজরায়েলের সেনাবাহিনী সরাসরি ঢুকে পড়েছে গাজা উপত্যকার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র শিফা হাসপাতালে।
রাজ্যে জাল নোটের পেছনে বাংলাদেশের জাল কারবারিরা? কী তথ্য গোয়েন্দাদের হাতে?
ইজরায়েলি ফৌজের তরফে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর ভিডিয়ো। সেখানে রোগীদের পণবন্দি করে হাসাপাতালে নিয়ে আসতে দেখা যাচ্ছে। অত্যন্ত অসুস্থ ছাড়া সবাইকে হাসপাতাল ছাড়তে বাধ্য করেছে ইজরায়েলের সেনারা। খুঁটিয়ে ছানবিন করা হয়েছে, পাশাপাশি একাধিক সন্দেহভাজনকে পাকড়াও নিয়ে যাওয়া হয়েছে। তবে এই ছানবিনের আগে তারা সমর্থন পেয়েছে বাইডেন প্রশাসনের।
ইজরায়েল আগে থেকেই বলে আসছিল গাজা উপত্যকার হাসপাতালগুলিতে রয়েছে হামাসরা। আর সেখানেই হামাসের সক্রিয় ডেরা গড়ে উঠেছে। যারমধ্যে অন্যতম আল শিফা হাসপাতাল।
হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবির দাবি, “আমাদের কাছে তথ্য আছে যে হামাস এবং প্যালেস্টাইন ইসলামিক জিহাদ এই মুহূর্তে আল-শিফা-সহ গাজা উপত্যকার বেশ কিছু হাসপাতাল এবং নীচের টানেলগুলিতে তাদের সামরিক অভিযানকে গোপন করে রাখতে এবং কার্যকলাপ চালাতে ব্যবহার করছে।”
কিরবি জানান, “হামাস এবং প্যালেস্টাইনের ইসলামিক জিহাদের সদস্যরা গাজা শহরের আল-শিফা থেকে একটি কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র পরিচালনা করছে। তারা সেখানে অস্ত্র সঞ্চয় করেছে”। ইভিএম নিউজ