নয়া

ব্যুরো নিউজ, ৫ অক্টোবর: ‘গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। মোদীর কাছে আত্মসমর্পণ করব না’। কলকাতায় ফিরেই ফের কেন্দ্রকে কটাক্ষ

বাংলার প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার অভিযোগে ২ ও ৩ অক্টোবর দিল্লির যন্ত্ররমন্তরে ধর্না কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বঞ্চিত মানুষদেরকে সঙ্গে নিয়ে দিল্লি গিয়েছিলেন। সেখানে ৩ রা অক্টোবর ধর্না কর্মসূচি পালন করার পর, বুধবার সন্ধ্যে সাতটায় কলকাতা বিমানবন্দরে ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যজুড়ে ইডির তল্লাশি

কলকাতায় ফিরেই তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে ফের সরব হন। দ্বিতীয় দিনের ধর্না কর্মসূচিতে মহিলা বিধায়ক ও মন্ত্রীদের টেনে হিঁচড়ে কৃষি ভবন থেকে তুলে দেওয়া হয়েছে।

এরই পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রি-সহ পরিবারকে ইডি আধিকারিকদের তলব প্রসঙ্গে তিনি বলেন, “আমার গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। নরেন্দ্র মোদীর কাছে আমি আত্মসমর্পণ করব না। তাঁর যা জেদ, আমার তার ১০ গুন জেদ।” ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর