মাধব দেবনাথ, নদিয়া ১৬ মার্চঃ একদিকে চলছে, গঙ্গা ভাঙন রোধের কাজ। এরই মাঝে আবার নতুন বিপত্তি। ফের গঙ্গার পারে বড় ফাটল দেখা দিয়েছে। তাই ওই এলাকায় বসবাসকারী মানুষদের কপালে চিন্তার ভাঁজ।
বুধবার সকালে গঙ্গার পাড়ে বড়সড় ফাটল লক্ষ্য করে স্থানীয়রা। স্থানীয়দের দাবি, গঙ্গা ভাঙন রোধের কাজ যখন চলছে তাহলে ফাটল কিভাবে তৈরি হয়? যদিও কাজে অনেকটাই গাফিলতি হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
বিগত মাস কয়েক ধরে প্রাথমিকভাবে বালির বস্তা ফেলে চলছে গঙ্গা ভাঙ্গন রোধের কাজ। পাশে রয়েছে শান্তিপুরের একমাত্র জলপ্রকল্প, তার পাশেই আবারো নতুন করে বড়সড়ো ফাটল দেখা দেওয়ায় রীতিমতো আতঙ্কে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষ।
ঘটনাটি শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমারঘাটের। স্থানীয়দের দাবি, অবিলম্বে প্রশাসন যাতে এর উপর নজর রাখে, না হলে এই ফাটল আরো ভয়াবহ হবে। ফাটল নজরে পড়তেই রীতিমতো ঘুম উড়েছে এলাকাবাসীর। এখন দেখার এই ফাটল রোধে কি ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।