খেত

ব্যুরো নিউজ, ১১ ডিসেম্বর: খেত মজুর নয়! জমির ধান কাটছেন খোদ বিধায়ক

কাস্তে হাতে জমিতে শাসক দলের বিধায়ক। বিঘে বিঘে জমির ধান কাটছেন নিজেই।

বঙ্গে নিম্নমুখী তাপমাত্রার পারদ | কবে পড়বে জাঁকিয়ে শীত?

নিম্নচাপের জেরে ক্ষতিগ্রস্থ জমির ধান। মাঠে এখনও জল জমে। সেই পরিস্থিতিকে উপেক্ষা করেই নিজের হাতে নিজের ৩ বিঘা জমির ধান কাটতে নেমে পড়লেন জামালপুরের বিধায়ক অলোক মাঝি। খেত মজুরনা নিয়ে মাত্র এক জনের সহযোগিতায় নিয়েই করলেন এই কাজ।

জানা গিয়েছে, কৃষি কাজে ছোট বেলা থেকেই ঝোঁক অলোক মাঝির। ছোট থেকেই বাবাকে নিজেদের জমিতে কৃষি কাজ করতে দেখেছেন, কৃষি কাজের উপর নির্ভর করেই কষ্ট করে ছেলে মেয়েদের বড় করে তুলেছেন বাবা। তাই ধান নষ্টের কষ্টটা তিনি হাড়ে হাড়ে জানেন। তাই বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ জমির ধান কেটে কিছুটা জমির আলে ও কিছুটা অন্যত্র তুলে বাঁচানোর চেষ্টা করেন তিনি।

অলোক মাঝি বলেন, ‘নিজের জমির ধান নিজে কেটেছি। এটা নতুন কিছু নয়, আর এরমধ্যে বাড়াবাড়িরও কিছু নেই। আমি বিধায়ক হলেও আগে আমি চাষির বাড়ির ছেলে। অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন বাবা। আমি ছোট থেকেই এইভাবে বাবাকে নিজের জমিতে কাজ করতে দেখেছি। গোটা বাংলা জুড়ে এই যে প্রাকৃতিক বিপর্যয় নেমেছে সেখানে অন্য চাষিদের মতো আমিও অসহায়। আজ বিধানসভায় যাওয়া ছিল না। ফাঁকাই ছিলাম। তাই নিজের জমির ধান নিজেই কেটে ফেললাম। কিছুটাতো সাশ্রয় হবে।’ ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর