অনিশ্চয়তার
ব্যুরো নিউজ, ৯ নভেম্বর: 'ক্রিকেট অনিশ্চয়তার একটি গৌরবময় খেলা' বিচারপতির পর্যবেক্ষণকে প্রমাণ করলেন ম্যাক্সওয়েল

“ক্রিকেট অনিশ্চয়তার একটি গৌরবময় খেলা। কেউ এটিকে পূর্বাভাসযোগ্য করে অনিশ্চয়তার আকর্ষণকে মলিন করতে পারবে না।” ৫ বছর আগে একটি মামলার শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ করেছিল সুপ্রিম কোর্ট। দুই বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও দীপক মিশ্রের বেঞ্চের সেই পর্যবেক্ষণকে সঠিক প্রমাণ করলেন গ্লেন ম্যাক্সওয়েল। একার দক্ষতায় দলকে জেতালেন অস্ট্রেলিয়ার ব্যাটার। 
৬ হাজার নথি নিয়ে ইডি দফতরে অভিষেক 


মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-আফগানিস্তান। চলতি বিশ্বকাপ অভিযান হার দিয়ে শুরু করেছিল দুটি দল। বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে এই ম্যাচটি দুটি দলের কাছেই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।


প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৯১ রান তুলেছিল আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। ১৮.৩ ওভারে মাত্র ৯৩ রানে ৭ উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার। এই পরিস্থিতিতে ম্যাচ জেতা তো দূরে থাক, শতরানের গণ্ডি পেরোনো নিয়ে তৈরি হয় সংশয়।

এই পরিস্থিতি থেকে দলকে জেতাতে মাঠে নামে গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্স। দুজনে ২০২ রানের জুটি খেলেন। ২০১ রানের একটি ঝরো ইনিংস খেলে ম্যাক্সওয়েল। মাত্র ৭৬ বলে শতরান করেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল। ১২৮ বলে ২০১ রানে অপরাজিত ইনিংস লেখা থাকবে বিশ্বকাপের ইতিহাসের পাতায়। আর একই সঙ্গে ৫ বছর আগে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে সঠিক প্রমান করলেন গ্লেন ম্যাক্সওয়েল। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর