ব্যুরো নিউজ, ১০ নভেম্বর: ক্যানিং মহকুমা হাসপাতালে ২ সদ্যজাতের দেহ উদ্ধার
দুই সদ্যজাতের দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছাড়ালো কানিং মহকুমা হাসপাতালে । পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে হাসপাতালের ‘মাতৃমা’ বিল্ডিংয়ের গেটের পাশেই দেহ দুটি পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। তারপর তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়।
পরিচর্যার অভাবে রেলগেট হয়ে উঠেছে মৃত্যুর ফাঁদ
হাসপাতাল সূত্রে খবর, মেনকা সরদার নামে এক প্রসূতি বৃহস্পতিবার মৃত যমজ বাচ্চা প্রসব করেন। তারপর সেই বাচ্চাগুলোকে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। প্রসূতির শাশুড়ি মুক্ত সরদার নিজে জানায়, মৃত বাচ্চাগুলোকে সেখানেই সেই ফেলে পালিয়ে গেছে। মৃত শিশুর মা এখনো ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, ওই প্রসূতির এর আগেও একটি বাচ্চা হয়। সেটিও মারা যায়। বাচ্চা দুটিকে বাড়িতে না নিয়ে হাসপাতালের পাশে ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়। ময়লা আবর্জনার মধ্যে বাচ্চাগুলোকে দেখার পর অন্যান্য রোগীর পরিজনদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ইভিএম নিউজ