ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর: কেমন আছেন জ্যোতিপ্রিয়?
রেশন দুর্নীতিতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক। ৬ই নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ শুনে আদালতের এজলাসেই অজ্ঞান হয়ে পড়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অসুস্থ হয়ে পড়ায় কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সে করে তাঁকে অ্যাপেলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কমান্ড হাসপাতালের পরিবর্তে, জ্যোতিপ্রিয়র পরিস্থিতি দেখে নির্দেশ বদল করলেন বিচারক। অ্যাপোলো হাসপাতাল হয়ে তারপরে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানান হয়।
দুর্নীতির প্রসঙ্গে তৃণমূল-সহ জ্যোতিপ্রিয়কে এক হাত নিলেন নওশাদ
তবে এখনও তিনি আছেন অ্যাপেলো হাসপাতালেই। হাসপাতাল সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিক কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তা সোমবারের আগে বলা যাবে না। আজ সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের আরেক দফায় ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাসিয়ামের মাত্রা পরীক্ষা করা হয়েছে বলে জানা যাচ্ছে। ইভিএম নিউজ