ব্যুরো নিউজ, ২৫ ডিসেম্বর: কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠক
গাজীপুরের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠক ও জমজমাট প্রচারণায় এগিয়ে।
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত
বাংলাদেশ, গাজীপুরের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী, কালীগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের দুইবার জিএস, একবার ভিপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সফল এমপি সাবেক চেয়ারম্যান গাজীপুর জেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব আখতারউজ্জামান-এর ট্রাক মার্কার উঠান বৈঠক জমজমাট প্রচারণায় এগিয়ে। গ্রাম-গঞ্জ ও পাড়া মহল্লাার সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ উঠান বৈঠকে অংশ নেন। একটাই শ্লোগান ৭ই জানুয়ারি ট্রাক মার্কা।
আলহাজ্ব আখতারউজ্জামান এসময় বক্তব্যে বলেন, জনগণই হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি। তাদের মুখে হাসি ফুটানো হচ্ছে আমার মূল লক্ষ্য। সাধারণ জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে চাই। তাদের সুখে-দুখে – বিপদে – আপদে সবসময় পাশে থাকতে চাই। ৭ ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন হবে একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন। কোন ভোটার কে বাধা দিতে পারবে না। কোন বিশৃঙ্খলা করতে পারবে না। কোন হুমকি দিতে পারবে না। সুন্দর ও শান্তি প্রিয় পরিবেশের মধ্য দিয়ে ভোটার গন যার যার ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি কালীগঞ্জের সর্বস্তরের জনগনের কাছে ট্রাক মার্কায় ভোট চেয়েছেন।