কালনায়

ব্যুরো নিউজ, ১৫ অক্টোবর: কালনায় কুমির আতঙ্ক

আতঙ্ক যেন পিছু ছাড়েনা কালনার, কদিন আগেই কালনায় দেখা গিয়েছিল কুমির সেই কুমির আতঙ্ক কাটাবার জন্য বনদফতরের কে সঙ্গে নিয়ে নদী তীরবর্তী সমস্ত ঘাটে প্রচার করছেন মন্ত্রী স্বপন দেবনাথ, জল বোমা ফাটানো হচ্ছে ও হাতে মাইক নিয়ে প্রচার করা হচ্ছে নদী বক্ষে।

প্রাচীন রীতিতেই চলছে গঙ্গারামপুরের দুর্গাবাড়ির পুজো

ভাগীরথী তীরে সমস্ত ঘাটে মহালয়ার তর্পণের জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল, কুমির থাকার সম্ভাবনা থাকতে পারে তাই সেই কুমিরকে তাড়াবার জন্য বনদফতরের তরফ থেকে প্রচার চালানো হয়। পাশাপাশি লঞ্চে করে ও স্প্রিট বোটে নজরদারি চালানো হয়। ফাটানো হয় জল বোমা। তর্পনের করতে আশা মানুষদের নিরাপত্তার জন্যে ঘাটগুলি নেট দিয়ে ঘিরে রাখা হয় যাতে কুমির ঢুকতে না পারে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর