ব্যুরো নিউজ, ৮ অক্টোবর: কামারহাটির বিধায়কের বাড়িতে সিবিআই তল্লাশি
কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পর এবার কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে সিবিআই হানা দিলো। তাঁর ভবানীপুরের বাড়িতে চলছে অভিযান। রবিবার সকালেই কামারহাটির তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছায় সিবিআইয়ের একটি দল। সকালে আচমকাই মদন মিত্রের বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। তারপরই শুরু হয় সিবিআই তল্লাশি। বিধায়কের বাড়ির গেট পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে। বাইরের কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে খবর। বিধায়কের মোবাইল নিয়ে নেওয়া হয়েছে। কয়েকদিন আগেই কামারহাটি পৌরসভাতেও গিয়েছিল ইডি। তদন্তকারী সংস্থাটির সুত্রে খবর, পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে তল্লাশি চালানোর জন্যই রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদনের ভবানীপুরের বাড়িতে গিয়েছে তাঁদের একটি দল। সুত্রের খবর, মদন বাড়িতেই রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। অন্যদিকে তিনজন সিবিআই আধিকারিক মদনের দক্ষিনেশ্বরের বাড়িতে গিয়েছেন।
সাতসকালেই মন্ত্রীর বাড়িতে সিবিআই হানা
অন্যদিকে, রবিবার সকালেই সিবিআইয়ের একটি দল চেতলায় ফিরহাদের বাড়ি পৌঁছায়। বাড়ির ভিতর চলে তল্লাশি। আচমকাই বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। বাড়িতে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফিরহাদের বাড়ির বাইরে তাঁর অনুগামিরা দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের মুখে শোনা যায় বিজেপি বিরোধী স্লোগান। তাঁরা বলেন এইটা রাজনৈতিক চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। ইভিএম নিউজ