ইভিএম নিউজ ব্যুরো, মুম্বাইঃ সময়টা মোটেই ভালো যাচ্ছে না নওয়াজউদ্দিন সিদ্দিকির। অমন প্রতিভাধর অভিনেতার হাতে ইদানীং তেমন ভালো চরিত্রের প্রস্তাব নেই। তারওপর ২০২০ সালের পর আবারও গার্হস্থ্য হিংসার অভিযোগ উঠল নওয়াজের বিরুদ্ধে। আর আবারও সেই অভিযোগ করলেন, অভিনেতার স্ত্রী। স্বামীর পাশাপাশি এবার নওয়াজের স্ত্রীর অভিযোগ তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও।
অশান্তির সূত্রপাত হয়েছিল নওয়াজের মা মেহেরুন্নিসা সিদ্দিকির সঙ্গে সম্পত্তি সংক্রান্ত জটিলতা নিয়ে। শাশুড়ির সঙ্গে তর্ক করেছেন পুত্রবধূ। এই অভিযোগে নওয়াজউদ্দিনের স্ত্রীর বিরুদ্ধে সোজা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছিলেন, অভিনেতার মা মেহেরুন্নিসা। তারপর থেকেই শাশুড়ি আর পুত্রবধূর সেই টানাপোড়েনের মধ্যে জড়িয়ে পড়েন, নওয়াজ। অভিনেতার স্ত্রী আলিয়া সিদ্দিকির অভিযোগ ছিল, শ্বশুরবাড়িতে তিনি নিজেকে গৃহবন্দি মনে করছেন। আর এবার আলিয়ার নতুন অভিযোগ, স্বামীর নির্দেশ আর প্ররোচনায় শ্বশুরবাড়িতে তাঁকে ঠিকমতো খেতে পর্যন্ত দেওয়া হয় না। ব্যবহার করতে দেওয়া হয় না শৌচাগারও। আইনজীবীর মাধ্যমে স্থানীয় থানায় সম্প্রতি শ্বশুরবাড়ির বিরুদ্ধে আলিয়া এমনই বিস্ফোরক অভিযোগ করার পর, রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ফিল্মি মহল্লায়। অবশ্য একইসঙ্গে আলিয়ার স্বামী প্রভাবশালী সেলিব্রিটি হওয়ায়, “পুলিশ নওয়াজউদ্দিনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করে, তার মক্কেল কি গ্রেফতার করার হুমকি দিচ্ছে” বলে গুরুতর অভিযোগ তুলেছেন, আলিয়ার আইনজীবী। একটি সংবাদমাধ্যমের কাছে আলী আর আইনজীবী দাবি করেছেন, তাঁর মক্কেল তো বটেই, এমনকী নওয়াজ আর আলিয়ার ছোট্ট ছেলেকেও পুলিশ রেয়াত করছে না। এমনকী, ছোট্ট ওই শিশুকে তাঁর মা-বাবার সম্পর্ক নিয়োগ নাকি প্রশ্ন করা হচ্ছে বলে, আইনজীবীর দাবি।
নওয়াজের বাড়ি থেকে যেমন আলিয়ার বিরুদ্ধে জবরদখলের অভিযোগ আনা হয়েছে,তেমন আলিয়াও তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৫০৯ ধারায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ আর পাল্টা অভিযোগের এই জল কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে বলিউডের সেলিব্রিটিপাড়া।