পূর্বাভাস

ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর: কাটছে না বৃষ্টির রেশ | অতি ভারী বৃষ্টির পূর্বাভাস


জোড়া নিম্নচাপ এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বঙ্গোপসাগরের উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলের ওপর দিয়ে প্রবাহিত হবে এই নিম্নচাপ। ফলে দক্ষিণবঙ্গে আগামী চার দিন বৃষ্টির পূর্বাভাস জারি। আগামী ৪ অক্টোবর পর্যন্ত অতি ভারী বৃষ্টির আশঙ্কা।  বিশেষত উপকূল এলাকায় আগামিকাল অতি ভারী বৃষ্টি।

হাওড়া, হুগলি, কলকাতায় ভারী বৃষ্টি। আজও রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। ২ অক্টোবর বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি। ২উপকূল এলাকায় ২রা অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলা জানাচ্ছে হাওয়া অফিস।

ডেঙ্গু রুখতে একাধিক উদ্যোগ কলকাতা পুরসভার

উত্তরবঙ্গে আগামিকাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। ৪ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি। ৫ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সমুদ্রে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। তাই মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারী করা হয়েছে নিষেধাজ্ঞা। এখনও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ২২ শতাংশ। কলকাতায় বৃষ্টির ঘাটতি ১৭ শতাংশ। উত্তরে এখনও পর্যন্ত অতিবৃষ্টি ৮ শতাংশ। এমনটাই জানান আলিপুর আবহাওয়া আধিকারিক গণেশ কুমার দাস। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর