পার

ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর: কাকলির তরী পার করতে তৃণমূলের ভরসা মোশারফ করিম!

ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। ২০২৪-এই লোকসভা নির্বাচন। বলাই বাহুল্য ২৪-এর ভোটের ছক কষাও শুরু হয়ে গিয়েছে। এই আবহে অশোকনগরে নাট্যোৎসবের মঞ্চ থেকে কাকলি ঘোষদস্তিদারের হয়ে সওয়াল করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার যে আগামী লোকসভা নির্বাচনেও বারাসত থেকেই লড়বেন, এদিন তাই বুঝিয়ে দিলেন মন্ত্রী। এর পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমকে নিয়ে দিলেন ‘টোপ’!

দার্জিলিঙে পর্যটক কর

এর আগে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচার করে বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেতা। তাঁদের মধ্যে অন্যতম ফেরদৌস আহমেদ। সেই ঘটনার পর তাঁর বিজনেস ভিসা বাতিল করা হয়েছিল। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে তাঁকে দেশ ছাড়তে বলা হয়েছিল। তবে মোশারফ করিম অবশ্য কোনও প্রচারের অংশ হননি। তবে এখন প্রচার চলছে তাঁকে নিয়েই।

অশোকনগর নাট্যোৎসব কমিটির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি অভিনেতা মোশারফ করিমও। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, মন্ত্রী পার্থ ভৌমিকও। এই অনুষ্ঠানে ব্রাত্য বসু বলেন, ‘মোশারফ করিমকে আবার দেখতে চাওয়ার দাবি উঠছে। সেই কাজটা একমাত্র নারায়ণই করাতে পারেন। আমরা তাঁকে এতে সঙ্গ দিতে পারি। আর সেটা তখনই সম্ভব হবে, যখন ২০২৪ সালের ভোটে কাকলি ঘোষদস্তিদার অশোকনগর থেকে বিরাট ভোটের লিড পাবেন। তাহলে নারায়ণের পক্ষে কাজটা আরও সহজ হয়ে যাবে। অশোকনগরের দিকে দিকে এই কথাটা ছড়িয়ে দেবেন, মোশারফ করিমকে দেখতে চাইলে কাকলি ঘোষদস্তিদারকে জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করুন।’

মোশারফ করিম অবশ্য কোনও প্রচারের অংশ হননি। তবে তাঁকে তরী করেই ২০২৪-এর লোকসভার তীরে পৌঁছতে চাইছে তৃণমূল। এদিকে এই সব কথায় কান না দিয়ে মোশারফ করিম বলেন, ‘আমি এই দেশে আরও বেশি করে নাটক করতে আসতে চাই। আমার এখানে আসতে ভালো লাগে।’

তবে ব্রাত্যর এই মন্তব্য প্রসঙ্গে তোপ দেগেছে বিরোধীরা। বিজেপি শিবিরের কটাক্ষ, ‘আসলে তৃণমূল দলটায় আর কিছু অবশিষ্ট নেই। ব্রাত্য বসু শিক্ষাক্ষেত্রে অরাজকতাকে চরম পর্যায়ে পৌঁছে দিয়েছেন। কোনটা নাট্য উৎসব আর কোনটা তৃণমূলের মঞ্চ সেটাও ভুলে গিয়েছেন। তাঁদের থেকে এর থেকে বেশি কিছু আশাও করা যায় না।’  সিপিএম নেতা সত্যসেবী কর কটাক্ষের সুরে বলেন, ‘নাট্য উৎসবের মঞ্চে দাঁড়িয়ে ভোটের প্রচার একমাত্র তৃণমূলের পক্ষেই সম্ভব।’ ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর