ব্যুরো নিউজ, ১০ নভেম্বর: কাঁসা-পিতলের দোকানে চুরির অভিযোগে ধৃত ২ মহিলা
কাঁসা-পিতলের দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়লো দুই মহিলা। ঘটনাটি ঘটেছে বীরভূমের রাজনগরের ভবানীপুরে। ধৃত ওই দুই মহিলাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, রাজনগরের ভবানীপুর বাসস্ট্যান্ডে একটি কাঁসা-পিতলের দোকানে চুরি করতে গিয়ে ওই দুই মহিলাকে ধরা হয়।

মূকাভিনয়ের মাধ্যমে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতামূলক কাজের উদ্যোগ
দোকানের মালিক সুখেন মুখার্জি জানিয়েছেন, তার দোকানে ওই দুই মহিলা ক্রেতা সেজে এসেছিলেন। তারা যখন চুরি করতে যায় ঠিক সেই সময় দোকানদার ওই দুই মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন।
এরপর স্থানীয় লোকজন ও ব্যবসায়ী সমিতির লোকেরা রাজনগর থানায় খবর দেয়। রাজনগর থানার পুলিশ এসে ওই দুই মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ইভিএম নিউজ
 
				
 
								 
								 
								 
								
















