ভয়

ব্যুরো নিউজ, ২৬ ডিসেম্বর: করোনা ভয়! আক্রান্ত ৪ হাজারের বেশি

দু’ বছর আগের ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের ভয় বাড়াচ্ছে বর্তমান করোনা পরিস্থিতি। চলতি মাসের শুরু থেকেই দেশে করোনার বার বারন্ত। ইতিমধ্যেই দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা চার হাজার পেরিয়েছে।

রামলালার গয়না, বাসনপত্র, পোষাক কোথা থেকে আসবে জানেন কি?

এরইমধ্যে দক্ষিণের কয়েকটি রাজ্যে লাগামছাড়া হয়ে উঠেছে সংক্রমণ। কেরলায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার পেরিয়েছে। কেরলেই প্রথম করোনার নয়া প্রজাতি জেএন.১- এর হদিশ মিলেছিল। তাই স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে। এই অবস্থায় প্রতিটি রাজ্যকেই সতর্কতা অবলম্বনের পরামর্শ জারী করেছে কেন্দ্র সরকার। উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

ফের করোনা পরস্থিতি যাতে চরমে না পৌঁছাতে পারে তাই আগে থেকেই সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও। গোটা বিশ্বে করোনা হু হু করে বাড়ছে। বিশ্বের ৪০টি দেশের পরিসংখ্যান বোঝাচ্ছে গত এক মাসে ৫০ শতাংশ সংক্রমণ বেড়েছে, যার মধ্যে ভারতে করোনা ভাইরাসের নয়া প্রজাতি জেএন.১-এ সংক্রমিত হয়েছেন ৬৩ জন।

করোনা ভাইরাসের এই নয়া প্রজাতি গুরুতর না হলেও এটি দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম। তাই উদ্বিগ্ন না হয়ে সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের একাংশের মতে করোনার সংক্রমণ শুরু হওয়ার এক মাস পর সেটা বাড়তে শুরু করেছে। ফলে ভারতে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সংক্রমণ চরম আকার নিতে পারে। তাই গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে বিধি নিষেধ মেনে চলা জরুরি বলে জানাচ্ছেন তারা। ফ্লু থেকেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা। সর্দি কাশি বা কোভিড উপসর্গ দেখা দিলে অবিলম্বে আইসোলেট হওয়া কথা বলেছেন তারা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর