রেকর্ড
ব্যুরো নিউজ, ৮ অক্টোবর: এশিয়ান গেমসে রেকর্ড | চতুর্থ স্থানে ভারত

এশিয়ান গেমসে রেকর্ড। ১০৭টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করল ভারত। 
এশিয়াডে পদক সংখ্যায় সেঞ্চুরি পার করল ভারত। ১০০ পেড়িয়ে একেবারে  ১০৭টি পদক নিয়ে চতুর্থ স্থানে ভারত। এরমধ্যে ঘরে সোনা এসেছে ২৮টি। তবে ব্রোঞ্জ, রুপো কোনওটাই বাদ নেই। ভারতের ঝুলিতে রুপো আছে ৩৮টি। ব্রোঞ্জ ৪১টি। 

শুধুমাত্র শুটিংয়েই ভারতের দখলে ৮টি সোনা। আর অ্যাথলেটিক্সে ভারত সোনা পেয়েছে ৬টি।  তিরন্দাজিতে কমতিনেই, সেখানেও ভারতের ঝুলিতে ৬টি সোনা।
পুজোর আগে হেঁশেলে অক্সিজেন | কমলো গ্যাসের দাম
প্রথমবার এশিয়ান গেমসে যুক্ত হয়েছে ক্রিকেট। আর আসা মাত্রই ছিনিয়ে নিয়েছে জোড়া সোনা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও হলুদ ধাতুকে ঝুলিতে পুরতে ভোলেনি ভারত। তবে এখানেই শেষ নয়, ঘোড়সওয়ারি, টেনিস, ব্যাডমিন্টন, স্কোয়াশের মতো ইভেন্টেও সোনার মুখ দেখেছে ভারত। 

১৯৫১ সালে প্রথম বার এশিয়ান গেমসে ১৫টি সোনা-সহ ৫১টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ভারত। ১৯৬২ তে ভারত ছিল তৃতীয় স্থানে। এবার ২৮টি সোনা-সহ ১০৭টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করল ভারত। আরও একবার কোনও বড় স্পোর্টিং ইভেন্টে পদকের সংখ্যা ১০০ পার করল ভারতীয় দল। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর