ইভিএম নিউজ ব্যুরো, ১০ মার্চঃ এবার কষ্ট করে হাতে থলি নিয়ে বাজারে যাওয়ার দিন শেষ।দুয়ারে সরকার, দুয়ারে ডাক্তারের পর এবার জ্যান্ত টাটকা মাছ পৌঁছে যাবে মানুষের তাই এবার ট্যাঙ্ক যুক্ত গাড়ি করে মাছ পৌঁছে জানে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে।প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা আর বঙ্গ মৎস্য যোজনা মাধ্যমে জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকার ভোটপাট্টি বাসিন্দা এক মৎস্য চাষির উদ্যোগে চালু হল এই অভাবনীয় ভাবনার। জেলার মৎস্য চাষ এবং মৎস্য চাষিদের উন্নয়নের জন্য  গত কয়েক বছর থেকে বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে রাজ্য মৎস্য দফতর। আধুনিক পদ্ধতি প্রয়োগে মৎস্য চাষ থেকে উৎপাদিত মাছ বাজারে বিক্রি করার বিষয়ে সাহায্যে এগিয়ে আসতে দেখা যাচ্ছে দফতরকে। এবার সরাসরি তাজা মাছ গ্রাহকদের কাছে পৌঁছে দিতে এক প্রকার অভিনব উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি মৎস্য দফতর।

জলপাইগুড়ি মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই উদ্যোগ কেবলমাত্র জেলাতেই প্রথম নয় , এটি রাজ্যেও প্রথম। একটি অনুষ্ঠানের মাধ্যমে জেলা মৎস্য দফতরের পক্ষ থেকে জলের ট্যাঙ্ক যুক্ত ওই ভ্রাম্যমান গাড়ি তুলে দেওয়া হয় মৎস্য চাষির হাতে। তাছাড়াও মাছ রাখার আইস বক্স সহ তিনটি মোটর সাইকেল ও একটি টোটোও তুলে দেওয়া হয়ে মৎস্য চাষিগুলির হাতে।
এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বলেন, এই গাড়ি ফিস ভেন্ডিং হিসেবে ব্যবহার করা হবে। যাতে মৎস্য চাষিরা জ্যান্ত মাছ বিক্রি করতে পারেন। এই গাড়ি পাওয়ার ফলে ব্যবসায় আরও সুফল হবে বলে মনে করা হচ্ছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর