
এবার দুয়ারে মাছ, কেন্দ্র-রাজ্যের প্রকল্পে উদ্যোগী জলপাইগুড়ির মৎস্যজীবী
ইভিএম নিউজ ব্যুরো, ১০ মার্চঃ এবার কষ্ট করে হাতে থলি নিয়ে বাজারে যাওয়ার দিন শেষ।দুয়ারে সরকার, দুয়ারে ডাক্তারের পর এবার জ্যান্ত টাটকা মাছ পৌঁছে যাবে মানুষের তাই এবার ট্যাঙ্ক যুক্ত গাড়ি করে মাছ পৌঁছে জানে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে।প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা আর বঙ্গ মৎস্য যোজনা মাধ্যমে জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকার ভোটপাট্টি বাসিন্দা এক মৎস্য চাষির উদ্যোগে চালু হল এই অভাবনীয়