এখনও

ব্যুরো নিউজ, ১২ অক্টোবর: এখনও সিকিমে যেতে পারবেন পর্যটকরা | বিজ্ঞপ্তিপর্যটন বিভাগের


সিকিমের দুটি অংশে এখনও পর্যটকরা যেতে পারবেন। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল সিকিম সরকারের পর্যটন বিভাগ। পর্যটকরা চাইলে দক্ষিণ ও পশ্চিম সিকিমে ঘুরতে যেতে পারবেন। আপাতত এই দুটি জায়গা বিপদ মুক্ত। 
‘বঞ্চিতদের একটা সুযোগ দেওয়া যায়?’ প্রশ্ন বিচারপতি সিনহার

পুজোর মুখে প্রাকৃতিক বিপর্যয়ে লণ্ডভণ্ড হয়ে যায় সিকিম। ঘর ছাড়া হন অনেক স্থানীয় বাসিন্দারা। এমনকি ঘুরতে গিয়ে বিপদে পড়েন বহু পর্যটক। এমন পরিস্থিতিতে পর্যটকদের একাংশ সিকিমে খুরতে আসা থেকে বিরত থাকতে নিজেদের অগ্রিম হোটেল থেকে শুরু করে গাড়িও বুকিং ক্যান্সেল করায়, ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সিকিমের কয়েক লক্ষ মানুষের রুটিরুজি জড়িয়ে পর্যটনের সঙ্গে।  

এরপরই সিকিমের অর্থনীতিতে তিস্তার গ্রাস খানিকটা আটকাতে উদ্যত হয় সিকিম সরকার। সিকিম সরকারের পর্যটন বিভাগ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় এখনও দক্ষিণ ও পশ্চিম সিকিমে ঘুরতে যেতে পারবেন পর্যটকরা। এই ঘোষণা কিছুটা হলেও বুকে বল পেয়েছে স্থানীয় ব্যবসায়ী থেকে পর্যটকরা। স্বস্তির নিশ্বাস নামচি, পেলিং, রাবাংলার মতো হেমলেটের ব্যবসায়ীদের। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর