সঙ্কল্প দে, ৭ এপ্রিলঃ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে একাডেমি অফ ফাইন আর্টসে আয়োজিত হলো কলা প্রদর্শনী। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তারা হলেন সুমিত গুহ, নির্মল চক্রবর্তী, সুজাতা চক্রবর্তী সহ অন্যান্য প্রাক্তনিরা।  একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ, সাউথ এবং ওয়েস্ট, ৩ টি গ্যালারিতে এই প্রদর্শনী চলবে ৪ঠা এপ্রিল থেকে ১০ ই এপ্রিল অব্দি। প্রায় ১২০ জন আর্টিস্ট পেইন্টস ও স্কুল্পচার প্রদর্শনী করবেন এই গ্যালারিতে।

প্রদীপ জ্বালিয়ে, গান গেয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডক্টর পবিত্র সরকার। ছিলেন পার্থ প্রতিম দেব (প্রাক্তন ফ্যাকালটি অফ ভিজ্যুয়াল আর্টস) , নির্মল্য নারায়ণ চক্রবর্তী (বর্তমান উপচার্য ), স্বপন সোম, গায়িকা দেবারতি সোম, নিখিল রঞ্জন পাল, অগ্নিভ ব্যানার্জীরা।

প্রাক্তনিদের বক্তব্য,  ‘দীর্ঘ সময় পর পুরনো সিনিয়র-জুনিয়র বন্ধু-বান্ধবীরা একসঙ্গে মিলিত হয়ে আনন্দের ছটায় সকলে যেন অন্য জগতে হারিয়ে গিয়েছি। ক্ষণিকের জন্য হলেও আমরা আমদের মনের কথাগুলি  ভাগাভাগি করে নিতে পেরেছি’।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর