ব্যুরো নিউজ, ২৪ অক্টোবর: এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বড় ব্যবধানে হারলো মুম্বই সিটি এফসি

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বড় ব্যবধানে হারলো মুম্বই সিটি এফসি। সোমবার সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় খেলাটি। আল হিলালের বিরুদ্ধে ৬-০ গোলে হারল মুম্বই। এই আল হিলাল ক্লাবের হয়েই খেলেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার। তবে বিশ্বকাপের বাছাই পর্বে খেলার সময় চোট পান তিনি।  এই ৮ থেকে ৯ মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। ফলে এই ম্যাচে খেলতে পারেননি তিনি। তবু তারকাখচিত আল হিলালের বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারল না ভারতের ক্লাবটি।

খেলা শুরু হওয়ার ৫ মিনিটের মধ্যে গোল পায় আল হিলাল। গোল করেন প্রাক্তন ফুলহ্যাম স্ট্রাইকার আলেকজান্ডার মিত্রভিচ। প্রথমার্ধে গোল হয়নি। প্রথমার্ধে আল হিলাল অনেকগুলি গোলের সুযোগ তৈরি করেছিল তবে কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে মুম্বইও বেশ কয়েকবার গোলের সামনে পৌঁছে গিয়েছিল। তবে সমতা ফেরাতে পারেনি।

না ফেরার দেশে ভারতের প্রাক্তন ক্রিকেটার

দ্বিতীয়ার্ধের প্রথম পর্বে কিছুটা খেলার মধ্যে ছিল মুম্বইয়ের ক্লাবটি। তবে ৬৭ মিনিটের পর থেকে খেলায় হারিয়ে যায়। ঘরের মাঠে গোলের বন্যা শুরু করে আল হিলাল। ৬৭ মিনিটে ব্যবধান ২-০ করেন মিত্রভিচ। ৭৫ মিনিটে স্যাভিচের গোলে ব্যবধান আরও বাড়ায় সৌদি লিগের ক্লাবটি।

৮০ মিনিটে বাইসাইকেল শট থেকে গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন মিত্রভিচ। সার্বিয়ান ফুটবলারের সৌজন্যে ব্যবধান ৪-০ করে আল হিলাল। ৮২ মিনিটে ব্যবধান ৫-০ করেন মহম্মদ আলবুরাইক। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে ব্যবধান ৬-০ করেন আব্দুলেলাহ। চলতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এখনও জয়ের মুখ দেখেনি মুম্বই সিটি এফসি। ডি গ্রুপে সব থেকে নিচে রয়েছে এই ক্লাব। গোল খেয়েছে ১১ টি কিন্তু ১ টিও গোল করতে পারেনি। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর