ব্যুরো নিউজ, ৯ অক্টোবর: উলুবেরিয়া পুরসভাতে সিবিআই তল্লাশি
পুরনিয়োগ দুর্নীতি মামলায় উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতে সিবিআই হানা। ২০১৮-২১ সাল পর্যন্ত তিনি উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। বাড়ির ভিতরে প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সুত্রের খবর। বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উলুবেরিয়া পুরসভাতেও সিবিআই আধিকারিকরা তল্লাশি শুরু করলেন।
সিবিআই তল্লাশির বিরুদ্ধে ফিরহাদের ক্ষোভ
গতকাল কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে সিবিআই হানা দিয়েছিলো। তাঁর ভবানীপুরের বাড়িতে সিবিআই অভিযান চালিয়েছিল । রবিবার সকালেই কামারহাটির তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছে গিয়েছিল সিবিআইয়ের একটি দল। সকালে আচমকাই মদন মিত্রের বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। তারপরই শুরু হয় সিবিআই তল্লাশি। বিধায়কের বাড়ির গেট পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছিলো। বাইরের কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। কয়েকদিন আগেই কামারহাটি পৌরসভাতেও গিয়েছিল ইডি।
অন্যদিকে, রবিবার সকালেই সিবিআইয়ের একটি দল চেতলায় ফিরহাদের বাড়ি পৌঁছায়। বাড়ির ভিতর চলে তল্লাশি। আচমকাই বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। বাড়িতে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ফিরহাদের বাড়ির বাইরে তাঁর অনুগামিরা দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের মুখে শোনা যায় বিজেপি বিরোধী স্লোগান। তাঁরা বলেন এইটা রাজনৈতিক চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। ইভিএম নিউজ