ইভিএম নিউজ ব্যুরো, ২৮ জুলাইঃ (Latest News) মনোনয়নের নথি বিকৃতি করার অভিযোগে এবার হাওড়ার উলুবেরিয়ার এস ডিও শমীক ঘোষ এবং বিডিও নীলাদ্রি শেখর দেকে সাসপেন্ড করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সংশ্লিষ্ট আসনে পুনরনিরবাচনের নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা

উলুবেরিয়ায় সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগমকে ষড়যন্ত্র করে হারানোর পিছনে বিডিও ও এসডিওর প্রত্যক্ষ ভূমিকা রয়েছে, এই মর্মে সংশ্লিষ্ট বিডিও এবং এসডিওকে অবিলম্বে সাসপেন্ড করার সুপারিশ পত্র আদালতে জমা দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে।

হাওড়ার উলবেরিয়া ১ নম্বর পঞ্চায়েতের আসনটি সংরক্ষিত ছিল ওবিসিদের জন্য। অভিযোগ, উক্ত আসনটিতে সিপিএমের প্রার্থী কাশ্মীরা বেগমের বিরুদ্ধে দাঁড়ানো তৃণমূল প্রার্থী লুৎফর বেগমের ওবিসি সার্টিফিকেট জাল, তা জানার পরেও কোনরকম পদক্ষেপ গ্রহণ করেননি উলুবেরিয়ার এসডিও শমীক ঘোষ এবং উলুবেরিয়া-১ এর বিডিও নীলাদ্রি শেখর দে।

উল্টে সংশ্লিষ্ট এসডিও এবং বিডিওর বিরুদ্ধে সিপিআইএম প্রার্থী কাশ্মীরা বেগমের নথি বিকৃতি করে বেআইনিভাবে প্রার্থী পদ বাতিল করার অভিযোগ উঠেছে। এই মর্মে আদালতে মামলা হলে বিচারপতি অমৃতা সিনহা অবসরপ্রাপ্ত বিচারপতি দেবী প্রসাদ দের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। এই তদন্ত কমিটি তথ্য অনুসন্ধানের পর আজ আদালতে বিচারপতি অমৃতা সিনহাকে সংশ্লিষ্ট বিডিও, এসডিও এবং অন্য এক আধিকারিককে সাসপেন্ড করার সুপারিশ দেন। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর