ইভিএম নিউজ ব্যুরো, ৩০ এপ্রিলঃ (Latest News) উদাসীন প্রশাসন, রাতের অন্ধকারে চলল দেদার জুয়া ও মদের আসর

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের ছিলিমবাদ এস.এস.কে  বিদ্যালয়ের সামনে রাতের অন্ধকারে যাত্রার আড়ালে চলল দেদার জুয়া, মদের আসর।  উদাসীন পুলিশ প্রশাসন।

রাতের অন্ধকারে মঞ্চ করে তাতে অশ্লীল নৃত্যের পাশাপাশি চলল জুয়ার আসর।  স্কুল ক্যাম্পাসের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, গ্লাস সহ একাধিক আপত্তিকর উপাদান।

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা যুথিকা মাহাতোকে প্রশ্ন করলে তিনি জানান,  এই বিষয়টি তাকে না জানিয়ে কে বা কারা করেছে জানা নেই। এদিন স্কুলে এসে তিনি এই ঘটনা জানতে পারেন। অন্য এক শিক্ষিকা স্বপ্না বর্মন জানান, যারা করেছে খুব খারাপ কাজ করেছে আমাদেরকে না জানিয়ে করেছে।

 

অন্যদিকে গ্রামের বাসিন্দারা জানান শনিবার রাতে এখানে যাত্রার আয়োজন হয়েছিল। বিপজ্জনক ভাবে এখনো হুকিং এর মাধ্যমে বিদ্যুৎ সংযোগ করে জেনারেটর চালানো হচ্ছে  স্কুল ক্যাম্পাসে। জ্বলছে বাল্ব। উন্মুক্ত অবস্থায় বিদ্যুতের তার মাটিতে গড়াগড়ি খাচ্ছে। স্কুলের ফাঁকে  বাচ্চারা ফুটবল খেলায় মত্ত থাকে। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রশাসনের এমন উদাসীনতায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রসঙ্গত,  ছিলিমবাদ এস.এস.কে বিদ্যালয় হিলি ও বালুরঘাট থানার সংলগ্ন প্রত্যন্ত এলাকায় অবস্থিত। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি এই প্রকার অশ্লীল নৃত্য, জুয়া ও মদের আসরের আয়োজন করে ।

রবিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই স্কুলের শিক্ষিকারা অভিযোগ জানান সরকারি দপ্তরে । এর পাশাপাশি খবর পেয়ে এলাকায় ছুটে আসে  বালুরঘাট পুলিশ ও আরএএফ, বালুরঘাট স্টেশন ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা।  পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে  অনুষ্ঠানের সমস্ত সামগ্রী। (EVM News)

https://www.youtube.com/watch?v=2L0Y0pMeYrA&t=4s

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর