অরুপ পাল, ৫ এপ্রিলঃ (latest Kolkata Football News) আগামী মরসুমের জন্য ইস্টবেঙ্গলের নতুন কোচ হতে চলেছেন সার্জিও লোবেরা। সুত্রের খবর, ইস্টবেঙ্গল ক্লাবের পাঠানো প্রস্তাবে ইতিমধ্যেই মৌখিক সম্মতি জানিয়ে দিয়েছেন এই স্প্যানিশ কোচ। তবে লিখিত চুক্তি না হওয়া পর্যন্ত তা এখনই ঘোষণা করছেন না লাল-হলুদ কর্তারা। সুপার কাপের পরেই কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছেন স্টিফেন কনস্ট্যানটাইন। আইএসএল(ISL)-এ খারাপ ফলাফল করার পর থেকেই আগামী মরশুমের জন্য ইস্টবেঙ্গলের নতুন কোচ কে হবেন তা নিয়ে লাগাতার নানা জল্পনা চলছিল। এমনকি কোচ নির্বাচন নিয়ে একপ্রস্থ মনোমালিন্যও হয় ক্লাব কর্তা ও ইনভেস্টরদের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত ইমামির কর্তাদের পছন্দের সার্জিওর সঙ্গেই চুক্তি করতে চলেছে ইস্টবেঙ্গল।
কোচ বাছাই পর্বে লোবেরার পাশাপাশি আরও অনেক নাম উঠে আসছিল। এমনকি পড়শি ক্লাব মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তনিও লোপেজ হাবাসের নামও ছিল সেই তালিকায়। কিন্তু ক্লাব কর্তাদের পছন্দের তালিকায় যে ছিলেন দু’বারের আইএসএল জয়ী স্প্যানিশ কোচ। পরস্পর তিনটি মরশুমে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইস্টবেঙ্গল। ক্লাব কর্তা এবং সমর্থকদের অপছন্দের ফলে সরতেই হচ্ছে স্টিফেনকে। সুপার কাপের পর তাঁর সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করছে না ক্লাব।
২০১৭ তে আইএলএলে কোচ হিসেবে অভিষেক হয় লোবেরার। এফসি গোয়ার কোচ ছিলেন তিনি। প্রথম বছরেই তাঁর হাত ধরে সুপার কাপ জেতে গোয়া। এর দু’বছর পরেই আই এস এলে চালু হয় লিগ-শিল্ড। প্রথম বছরেই এফসি গোয়া তাঁর কোচিংয়ে সেই খেতাব পায়। ২০২০- তে মুম্বাই সিটি এফসির দায়িত্ব নেন লোবেরা এবং সেই বছরই লিগ-শিল্ড ও আই এস এলে চ্যাম্পিয়ন হয় মুম্বাই।
তবে এরপর ভারত ছেড়ে লোবেরা কোচিং করাতে যান চীনে। সে দেশের সিচুয়ান জিউনিউ ক্লাবে কোচিংয়ের দায়িত্ব নেন। তাঁর সঙ্গে ওই ক্লাবের চুক্তি এখনো রয়েছে। তবে ওই ক্লাবের অন্যতম বড় শেয়ার হোল্ডার সিটি গ্রুপ। ইস্টবেঙ্গল ক্লাব সূত্রের খবর, সিটি গ্রুপের সঙ্গে কথাবার্তা বলেই ইমামি কর্তারা লোবেরাকে কোচ হিসেবে নিয়ে আসছেন।
শুধু কোচ নয়, ফুটবলার সই করানোর কাজও অনেকটাই এগিয়ে রেখেছেন ইস্টবেঙ্গল কর্তারা। চেন্নাইয়ান এফসির চার ভারতীয় ফুটবলার- ফরোয়ার্ড রহিম আলি, মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, উইঙ্গার ভিন্সি ব্যারেটো এবং গোলকিপার শমীক মিত্রর সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করে দিয়েছেন ইমামি-ইস্টবেঙ্গলের কর্তারা। তবে আগামী মরসুমের জন্য এই চার জন ভারতীয় ফুটবলারকে পেতে হলে বেশ মোটা অংকের ট্রান্সফার খরচ করতে হতে পারে লাল-হলুদকে। কথাবার্তা চলছে হুগো বুমসের সঙ্গেও। অতীতে খেলে যাওয়া দুই পুরোনো ফুটবলার হরমনজিৎ সিং খাবড়া এবং হীরা মন্ডলকে দলে ফিরিয়ে আনার পাশাপাশি আগামী মরশুমে লাল-হলুদ জার্সি গায়ে জরাবার যোগ্যতা রয়েছে, এমন ফুটবলারদেরই সই করানোর জন্য কোমর বেঁধে মাঠে নেমেছেন ইস্টবেঙ্গল কর্তারা। (EVM News)