মালবাহী

ব্যুরো নিউজ, ২০ নভেম্বর: ছিনতাই মালবাহী জাহাজ

তুরস্ক থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করা একটি মালবাহী জাহাজ ছিনতাই করে নিয়ে গেলো ইয়েমেনের হুজি জঙ্গিরা। ছিনতাইকারীরা জাহাজটিকে নিয়ে গেছে ইয়েমেনের সালিপ বিমানবন্দরে। ওই জাহাজটিতে রয়েছে একাধিক দেশের ২৫ জন নাবিক।

হাওড়ায় জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

জঙ্গিরা ইজরাইয়েলি জাহাজ ভেবে কিন্তু ইজরায়েল জানায় জাহাজটি তাদের নয়। তাদের কোন নাবিকও জাহাজে নেই। জাহাজটি ব্রিটিশ কোন কোম্পানির। যার আংশিক মালিকানা আছে ইজরায়েল ধনকুবের আব্রাহাম উঙ্গারের। জানা গিয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে লড়াই চালানো ইরানি, এই হুথি জঙ্গিদের মদতদাতা। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর