ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর: ইডেন আছে ইডেনেই
বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনসে ২০২৩ বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনাল। খেলার আগেই আবহাওয়া দফতর ঘোষণা করেছিলো দঃ বঙ্গ জুড়ে থাকবে মেঘলা আকাশ। ছিল বৃষ্টির পূর্বাভাসও। তবে সে সব উপেক্ষা করে ইডেন মুখি হয়েছিলো দর্শকরা।
স্বামী ‘মহম্মদ শামিকে নিয়ে বিন্দুমাত্র উৎসাহ নেই’| এমন কেন বললেন শামি পত্নী?
সাধারনত ভারতের খেলা থাকলে টিকিটের হাহাকার পড়ে যায়। তবে এদিনের খেলা ছিল তাৎপর্যপূর্ণ। কারন, এই ম্যাচই ফাইনালে যাওয়ার ভাগ্য নির্ধারণ করে দেবে অস্ট্রেলিয়া অথবা দঃ আফ্রিকার। আর সেইতাই চাক্ষুষ করতে ইডেন ছিল দর্শক আসনে পূর্ণ। তবে টিকিটের হাহাকার এদিন তেমন দেখা যায়নি। ফলে পুলিশের কাজও একটু কমেছিল। ক্রিকেট প্রেমিরা যেমন খেলা ভালবেসে মাঠে এসেছিলো, তেমনই কোন দল কেমন পারফর্মেন্স করে সেইটাও কলকাতার দর্শকরা স্বচক্ষে দেখতে চায়। কারন অস্ট্রেলিয়া বা দঃ আফ্রিকা যেই উঠুক না কেন জয়ী দল অনেক আত্মবিশ্বাস নিয়ে নামবে ফাইনালে। অনেকেই মনে করছেন প্রতিপক্ষ হিসাবে অস্ট্রেলিয়া ফাইনালে উঠলে ভারতকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। তবে ইডেনে বৃষ্টি কিছুটা ব্যাঘাত ঘটালেও সন্ধ্যে পর্যন্ত খেলা চলেছে। ইভিএম নিউজ