ব্যুরো নিউজ, ৩ অক্টোবর: ইডির হাজিরা এড়াতে কৌশলী পদক্ষেপ নিলেন অভিষেক
মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডির দফতরে তলব করা হয়েছিলো। কিন্তু তিনি ইডির দফতরে হাজিরা দেননি। কারন তিনি কলকাতায় নেই। তিনি দিল্লিতে দলের কর্মসূচিতে ব্যস্ত। কলকাতায় ইডির দফতরে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় এইটা অভিষেক আগেই জানিয়ে দিয়েছিলেন। অন্য দিকে, কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ ২৯ সেপ্টেম্বর ইডিকে নির্দেশ দিয়েছিলেন, কোনও ভাবেই যাতে ৩ অক্টোবরের তদন্তপ্রক্রিয়া ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে। তার জন্য যে কোনও পদক্ষেপ করতে পারবে কেন্দ্রীয় সংস্থা।
অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক অগ্নিমিত্রা
এই পরিস্থিতিতে ইডির হাজিরা এড়াতে কৌশলী পদক্ষেপ করলেন অভিষেক। বিচারপতি সিংহের দেওয়া সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি, মঙ্গলবার ইডির হাজিরা এড়ানোর আবেদনও ডিভিশন বেঞ্চে জানিয়েছেন তিনি। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।