থেকে
ব্যুরো নিউজ, ১২ অক্টোবর: ইজরায়েল থেকে ভারতীয়দের ফেরাতে চালু ‘অপারেশান অজয়’  
গাজায় হামাস গোষ্ঠীর সঙ্গে ইজরায়েলের তীব্র যুদ্ধের মধ্যে, ইজরায়েলে আটকে পরা ভারতীয়দের ফেরাতে বুধবার ভারত চালু করলো অপারেশান অজয়। মঙ্গলবারই প্রদানমন্ত্রী মোদীকে ফোন করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফোনে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই কঠিন সময়ে ইজরায়েলের পাশে আছে ভারত। গত শনিবার, ইজরায়েলে হামাসের হামলার পরই তিনি এই ‘সন্ত্রাসবাদী’ হামলার সমালোচনা করেছিলেন। অতীতেও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ভারত বারবার বলেছে, যে কোনও রকম সন্ত্রাসবাদ বন্ধ হওয়া উচিত।
সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মের এক্স হ্যান্ডেলে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন, “ইজরায়েল থেকে ফিরে আসতে ইচ্ছুক আমাদের নাগরিকদের ফিরিয়ে আনার সুবিধার্থে অপারেশন অজয় চালু করা হচ্ছে। বিশেষ চার্টার ফ্লাইট ও অন্যান্য ব্যবস্থা করা হচ্ছে”। এর আগেই ভারত সরকার জানিয়েছিল, ইজরায়েলে প্রায় ১৮,০০০ ভারতীয় থাকেন। বিভিন্ন মাধ্যমে তাঁদের অনেকেই যুদ্ধ পরিস্থিতিতে দেশে ফেরার আবেদন জানিয়েছিলেন। তাঁদের আবেদনে সাড়া দিয়েই শুরু হল অপারেশন অজয়। সেখানে নাম নিবদ্ধের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। প্রথম যে ভারতীয় নাগরিকরা ইজরায়েল থেকে ফিরে আসতে চেয়ে নাম নিবন্ধন করেছিলেন, তাঁদের ইতিমধ্যেই ভারত সরকারের এই উদ্যোগের কথা জানানো হয়েছে। দূতাবাস থেকে আরও বলা হয়েছে, আগামীকালই একটি বিশেষ উড়ান ভারত থেকে ইজরায়েলে গিয়ে তাদের দেশে ফিরিয়ে আনবে। তারপর ধাপে ধাপে আরও যারা যারা ফিরতে চাইবেন, তাঁদের সকলকেই ফিরিয়ে আনা হবে।। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর