ব্যুরো নিউজ, ৬ সেপ্টেম্বর: ইংল্যান্ডের দায়িত্বে পেপ! আসন্ন ২০২৪ ইউরো কাপের পরেই ইংল্যান্ড ফুটবল দলের থেকে সরে দাঁড়াবেন গ্যারেথ সাউথগেট।
গত বছর কাতার বিশ্বকাপে ফ্রান্সের কাছে ভরাডুবির পরেই পদত্যাগ করতে চেয়েছিলেন সাউথগেট। তাঁর জায়গায় ভেসে উঠেছিল এডি হউয়ে, প্রাক্তন চেলসি ম্যানেজার গ্রাহাম পটার, বর্তমান চেলসি ম্যানেজার পচেত্তিনো ও ম্যান সিটি ম্যানেজার পেপ গার্দিওলার নাম। কিন্তু ইংল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা অর্থাৎ ‘এফ এ’-এর দ্বারা বুঝিয়ে সুঝিয়ে সাউথগেটকে রাজি করানো হয় কোচিংয়ের কাজ চালিয়ে যাওয়ার জন্য। ‘এফ এ’-এর কর্মকর্তাদের কাছে অবশ্য প্রথম ও প্রধান পছন্দ পেপ গার্দিওলা। তার অধীনেই গত মরশুমে ‘ট্রেবেল’ জিতেছিল ম্যান সিটি। তাই ২০২৪-এ জার্মানিতে অনুষ্ঠিত হওয়া ইউরো কাপের শেষে তার আসার সম্ভাবনায় বেশি সাউথগেটের জায়গায়। ইভিএম নিউজ