আবাসনে

ব্যুরো নিউজ, ২১ নভেম্বর: আবাসনে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ

 

আনন্দপুর অন্তর্গত নোনাডাঙার বাল্মীকি আম্বেদকর আবাসন। মঙ্গলবার সাতসকালে এখান থেকেই উদ্ধার হোলো বৃদ্ধ দম্পতির দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখানে থাকত সমাদ্দার পরিবার। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অমূল্য সমাদ্দার (৭৭) ও তার স্ত্রীর নাম গীতা সমাদ্দার (৬০)। তাদের দুই মেয়ে আছে। তারা বিবাহিত। মাঝেমধ্যে তারা  আসতেন বাবা-মায়ের সাথে দেখা করতে।

স্বামীকে ছুরির আঘাত করে সন্তান নিয়ে জলে

পক্ষাঘাতে আক্রান্ত গীতাদেবী গত ১০ বছর ধরে অসুস্থ, প্রায় শয্যাশায়ী। স্ত্রীর দেখাশোনা করতেন অমূল্যবাবু নিজেই। কিন্তু কয়েকদিন আগে অমূল্যবাবুর হৃদরোগের অসুখ ধরা পড়ে। চিকিৎসকেরা তাঁকে সেই রোগ সম্পর্কিত সমস্ত পরীক্ষা করতে বলেছিলেন। কিন্তু ডাক্তারি পরীক্ষার বদলে উদ্ধার হল অমূল্যবাবুর মৃতদেহ।

 

মৃত্যুর নির্দিষ্ট কারন জানা না গেলেও, প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী গীতা দেবীকে খুনের পর আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন অমূল্যবাবু। তবে তা আত্মহত্যা নাকি খুন সেই নিয়ে এখনো ঘনীভূত হচ্ছে রহস্য। মঙ্গলবার সকালে এই ঘটনার খবর পেয়ে আবাসনে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর