আবার

ব্যুরো নিউজ, ০৪ জানুয়ারি: আবারও সমন এড়ালেন কেজরিয়াল 

এই নিয়ে তৃতীয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমন ফেরালেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল। আফগারি দুর্নীতির তদন্তের জন্য আগেও দুবার ইডির সমন পেয়েছিলেন কেজরিয়াল। ইডির সমনকে অবৈধ বলে আপ প্রধান হাজিরা দেননি। তৃতীয়বারও হাজিরা দিলেন না কেজরিয়াল।

মহুয়া কাণ্ডে দেশের শীর্ষ আদালতের নোটিশ

প্রথমে গত ২ নভেম্বর ও পরে গত ২১ ডিসেম্বর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাজিরা দেওয়ার নোটিশ পাঠায়। বুধবার আবারও আপের আহ্বায়ক ইডিকে চিঠি দিয়ে জানিয়েছেন, ওই তলবি চিঠি বৈধ নয়। বিজেপির লক্ষ্য আপ প্রধান ও দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়ালকে গ্রেফতার করার।

ওই চিঠিতে বলা হয়েছে, বৈধভাবে চিঠি পাঠালে তদন্তে সবরকমের সাহায্য করতে তিনি রাজি। বিজেপির অভিযোগ আফগারি দুর্নীতিতে কেজরিয়াল জড়িত। তাই বার বার ইডির চিঠি পেয়েও হাজির হচ্ছেন না কেজরিয়াল তবে কেজরিয়াল জানিয়ে দিয়েছেন, তিনি কখনো কোনোরকম বেআইনি কাজের সাথে যুক্ত ছিলেন না। ভবিষ্যতেও থাকবেন না। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর