দুর্নীতি

ব্যুরো নিউজ, ১৯ ডিসেম্বর: আবগারি দুর্নীতি মামলায় ফের কেজরীওয়ালকে ইডির তলব 

এর আগেও আবগারি দুর্নীতি মামলায় জি়জ্ঞাসাবাদের জন্য কেজরীওয়ালকে গত ২ নভেম্বর ডেকে পাঠিয়েছিল ইডি। ফের সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়ালকে সমন পাঠাল ইডি। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২১ ডিসেম্বর ইডির সদর দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। গত ২ নভেম্বর পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের প্রচারের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে জিজ্ঞাসাবাদে হাজির হননি আপ প্রধান। উপরন্তু কেজরীওয়াল তাঁকে তলব করার ঘটনাকে ‘বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বলেছিলেন।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া ও আপ সাংসদ সঞ্জয় সিংহকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। ফলে কেন্দ্রীয় সংস্থাটি সমন পাঠানোর পরে কেজরীওয়ালের ‘ভবিষ্যৎ’ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। প্রসঙ্গত, ওই মামলায় আদালতে জমা দেওয়া দ্বিতীয় চার্জশিটে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করেছিল ইডি। যা দেখে সরকারি মহলের একাংশের ধারণা, ক্রমশ ‘বৃত্ত’ ছোট করে আনছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। আপ নেতৃত্ব আগেই অভিযোগ তুলেছিল, জিজ্ঞাসাবাদের জন্য তলব করে কেজরীকে গ্রেফতারের ছক কষেছে ইডি। তাই শেষ পর্যন্ত কেজরী ইডি-র ডাকে সাড়া দেবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

তৃনমূল- বিজেপি সংঘর্ষ | আহত ১

গত ১৬ এপ্রিল আবগারি দুর্নীতি মামলায় আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কেজরীওয়ালকে প্রায় সাড়ে ন’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল। পরে এই মামলায় বেআইনি আর্থিক লেনদেনের খোঁজ পেতে সমান্তরাল তদন্ত শুরু করে ইডি। প্রসঙ্গত, অভিযোগ ছিল, আপ সরকারের আমলে আবগারি নীতি বদলে ফেলে কয়েকটি সংস্থাকে বেআইনি ভাবে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে।

গত বছরই বিতর্কের জেরে নয়া আবগারি নীতি বাতিল করার কথা ঘোষণা করেছিল দিল্লির আপ সরকার। কিন্তু তার আগেই এ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। এই মামলায় অন্যতম অভিযুক্ত হিসাবে নাম উঠে আসে তৎকালীন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া সাংসদ সঞ্জয় সিংহের। গত ফেব্রুয়ারিতে মণীশ সিসৌদিয়া ও অক্টোবরে সঞ্জয় সিংহকে গ্রেফতার করা হয়। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর