আদানির

ব্যুরো নিউজ, ৪ ডিসেম্বর: আদানির কামব্যাক! আদানি আসছে বন্ড মার্কেটে

আগামী দিনে শিল্পপতি গৌতম আদানি 6টি দেশি-বিদেশি কোম্পানির বন্ড বাজারে আসতে চলেছে। একটি ইংরেজি দৈনিকের রিপোর্ট অনুসারে যে ৬ টি কোম্পানির বন্ড বাজারে ছারবে, সেগুলির মধ্যে রয়েছে আদানি স্পোর্টস অ্যান্ড এসইজেড, আদানি গ্রিন এনার্জি, আদানি এনার্জি সলিউশান। আদানি রোড, আদানি  পাওয়ার ও আদানি এয়ার পোর্ট। তবে আদানি এয়ার পোর্ট ও রোডস বর্তমানে আদানি এন্টারপ্রাইজের সহযোগী।

কিডজি সিউড়ির ‘পিনাক্যাল’ লাভ

প্রতিবেদনে বলা হয়েছে, সেই বন্ড বিক্রি করে বড়সড় তহবিল তৈরির পরকল্পনা নিয়েছে আদানি গোষ্ঠী। আগামী ১ দশকে আদানি গোষ্ঠী বিভিন্ন পরকাঠামো ও প্রকল্প গরে তুলতে ৮৪ বিলিয়ন ডলার ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থা দীর্ঘ মেয়াদি অর্থের প্রয়োজন বুঝে এই সিদ্ধান্ত নিয়েছে। এই মোট তহবিলের ২০ শতাংশ দেশীয় বাজার থেকে সংগ্রহ করা হবে। আর বাকি ৮০ শতাংশ সংগ্রহ করা হবে বিদেশের বাজার থেকে। তবে এবার থেকে, IPO-এর নতুন নিয়ম অনুসারে ইচ্ছা মতো লিস্টিং-এর দিন বদলাতে পারবে না কোনও কোম্পানি। IPO বন্ধের ৩ দিনে বাজারে স্টক তালিকা ভুক্ত করতে হবে। ভারতীয় শেয়ার বাজেরে এই নিয়ম চালু হয়েছে গত শুক্রবার থেকে।

তবে, হিন্ডেনবার্গের রিপোর্টের পরে আদানি গ্রুপের শেয়ার মূল্য বিপুল ভাবে হ্রাস পায়। বিনিয়োগকারীদের  মধ্যেও তৈরি হয়েছিল সংশয়, সে সময় বিনিয়োগকারীদের আদানি গোষ্ঠী শেয়ার বিক্রির অপর সাময়িক নিশেধ আজ্ঞা জারী করে। তবে মাস ছয়েকের মধ্যেই ঘুরে দারাতে শুরু করে আদানি গোষ্ঠী। তাঁদের শেয়ার মূল্য বৃদ্ধি পায়। এইবার তাঁরা আশা করছে নতুন শেয়ার থেকে বিপুল পরিমান অর্থ তুলতে পারবেন। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর