ব্যুরো নিউজ, ২৬ ফেব্রুয়ারি: ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হলো শাশুড়ি ও জামাইয়ের। আশঙ্কাজনক অবস্থায় মেয়েকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। রবিবার রাতে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে লিলুয়ার চকপাড়ায়।
প্রতিবেশী সূত্রে খবর, তারা রবিবার রাতে হঠাৎ একটি ঘর থেকে আগুন বের হতে দেখেন। এরপর তড়িঘড়ি তারা পুলিশে খবর দেন। খবর দেওয়া হয় দমকলেও। ঘটনাস্থলে আগুন নেভাতে তৎপর হয় দমকলের ২ টি ইঞ্জিন।
কলকাতায় পালিত হলো ‘ট্রামে’র জন্মদিবস
জানা গিয়েছে, আগুন লাগার সময় ওই বাড়িতে বছর ৮৫ এর আঙুরবালা দোলুই ও বছর ৬০এর মধু সানা সহ ছিল কমলা সানা। অগ্নিদগ্ধ অবস্থায় আঙুরবালা দোলুই ও মধু সানার দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে সংকটজনক অবস্থায় ভর্তি করা হয় কমলা সানাকে। গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই বাড়িতে কারেন্টের কোন ব্যবস্থা ছিল না। সেক্ষেত্রে কীভাবে ওই বিধ্বংসী আগুন ছড়াল সে নিয়ে ধোঁয়াশায় পুলিশ। ইভিএম নিউজ