সুকান্ত মিত্র, ২১ এপ্রিলঃ( Latest Kolkata Football News) আগামী মরশুমে সমানে সমানে লড়াই। একটা ক্লাব ভুগছিল অস্তিত্ব সংকটে । আর আরেকটা ক্লাব ? তাদের ক্রাইসিস পারফরম্যান্সে। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর ATKMBFC- এর নাম পাল্টাবে, স্বয়ং গোয়েঙ্কার এই ঘোষণা স্বস্তি দিয়েছে অগণিত মোহনবাগান সমর্থকদের।

অন্যদিকে EMAMI- এর সঙ্গে গাঁটছড়া বাধার পর স্বস্তি এসেছিল ইস্টবেঙ্গলেও। কিন্তু সাফল্য?  আসেনি।হতাশ লাল হলুদ সমর্থকরা। Social Media- এর ফ্যান গ্রুপগুলোতে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। মাত্র কদিন আগে ঠিক যেরকম হাহাকার হচ্ছিল তাদের পড়শি ক্লাব মোহনবাগানে। ATK প্রেফিক্স ঘাড়ের উপর চেপে বসে থাকার কারণে।

ইস্টবেঙ্গলের  সমস্যা বছরের পর বছর সাফল্য না পাওয়া। জাতীয় লিগের নাম পরিবর্তিত হয়ে আই লিগ হওয়ার পর তা ঘরে আসেনি। ISL -এও মারাত্মক ব্যর্থতা। তাই কান্নার রোল সমর্থকদের মধ্যে। ক্লাবকর্তা এবং লগ্নিকারী উভয় পক্ষই মোটামুটি একমত যে, সেরকম স্পন্সর পেলে তা ইমামির (EMAMI) সঙ্গে জুড়ে দেওয়া যেতে পারে। তবে তা এখনও পাওয়া না গেলেও চেষ্টা চলছে বিভিন্ন তরফ থেকে।

বিশেষজ্ঞদের  মতে গত মরশুমে ইস্টবেঙ্গল ডুবেছে খানিকটা কোচের ভুল স্ট্র্যাটেজিতে। বেশ কয়েকটি ক্ষেত্রে আবার জেতা ম্যাচ একেবারে শেষ মুহূর্তে হাতছাড়া হয়েছে । এই মরশুমে তাই কোচও বদল হতে চলেছে। ইমামি কর্তৃপক্ষ টিম বাজেটও বাড়িয়েছেন বেশ খানিকটা। এসবের সুফল পাওয়া যাবে আগামী মরশুমে – এই আশাতে বুক বাঁধছেন লাল-হলুদ সমর্থকরা।

ফুটবলপ্রেমীরা আগ্রহ ভরে তাকিয়ে আছেন আগামী মরশুমের দিকে। আসলে মোহনবাগান-ইস্টবেঙ্গল মাঠের মধ্যে লড়াই যত, তার চেয়ে ঢের বেশি লড়াই মাঠের বাইরে। পাড়ায় পাড়ায়, চায়ের দোকানে, সরকারি-বেসরকারি অফিসে আর এখন অবশ্যই সোশ্যাল মিডিয়ায়।

এই লড়াইকে কুর্নিশ জানিয়েছে স্বয়ং ফিফা FIFA।  ফিফার মতে এই লড়াই “এশিয়াস গ্রেটেস্ট ফুটবল রাইভ্যালরি” (Asia’s greatest football rivalry) । তাই এই লড়াই যুগ যুগ জিও। এই লড়াই দরকার কলকাতা ময়দানের স্বার্থে, বাংলা তথা ভারতের ফুটবলের স্বার্থে। আর এই লড়াই জারি রাখতে হলে আগামী মরশুমে ইস্টবেঙ্গলকেও কোমর কষে নামতে হবে। কারণ তখন কিন্তু পড়শি ক্লাবের মাথার উপর থেকে ATK নামক বোঝাটা নেমে যাবে। দ্বিধাবিভক্ত মোহনবাগান সমর্থকরা এক হবেন। তাই ইস্টবেঙ্গলেরও পিছিয়ে থাকলে চলবে না।

লড়াইয়ের ঐতিহ্য যাদের রক্তে, তাদের ঘুরে দাঁড়ানো শুধুই সময়ের অপেক্ষা। একদিন সূর্যের ভোর আসবেই। সেই নতুন ভোর তো আসতে হবেই। বাংলার ফুটবল তথা ভারতীয় ফুটবলের স্বার্থেই। তাই ফিনিক্স পাখির মতোই ফের জেগে উঠবে ইস্টবেঙ্গল, ফের দাউ দাউ করে জ্বলবে মশাল – সে স্বপ্ন তো দেখবেনই সমর্থকরা।

(EVM NEWS, Kolkata)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর