শ্যামা

ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর: আগরপাড়ার শ্যামাপুজোর ২০ তম বর্ষপূর্তি 

 

আগরপাড়ার ‘সবাই সংঘ’ ক্লাবের শ্যামাপুজো এইবছর পা দিলো ২০ তম বর্ষে। তাদের এই বছরের থিম ‘এক টুকরো মিশর’। সেই থিমকে কেন্দ্র করে আগরপাড়া ইলিয়াস রোডের শ্যামাপুজোতে চমক দিয়েছে , ‘মিশরের পিরামিড’।

ভক্তদের সাহাজ্যে শীতবস্ত্র প্রদানের উদ্যোগ

শরের পিরামিড কিভাবে তৈরি হয়েছে আজও রহস্যের মধ্যে। পিরামিডের ইতিহাস প্রায় ৪,৫০০ বছরের পুরনো। পৃথিবীর সপ্তম আশ্চর্য এই পিরামিড অজস্র রহস্যের মোড়কে মোড়া।

 

মিশরে মানুষকে কবর দেওয়ার প্রথা হিসাবে মৃতদেহকে মমিতে পরিণত করে তাকে পিরামিডের মধ্যে কবরস্থ করার নিয়ম ছিল।মৃতদেহকে মমি করার পর রাখা হত ত্রিভুজাকৃতি মকবরার ভিতরে। মিশরীয় ভাষায় এই মকবরা হলো পিরামিড।

এই এক টুকরো মিশরকে তুলে ধরেছেন শিল্পী পার্থ মাইতি। শিল্পী মিশরের ছোট ছোট চিত্র নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন । মিশরের পিরামিড, মমি থেকে শুরু করে অজস্র ছোট ছোট জিনিস চোখে পড়েছে দেখার মতো।শিল্পী তাঁর শৈল্পিক দক্ষতা অত্যন্ত নিখুঁত ও সূক্ষ্ম ভাবে ফুটিয়ে তুলেছে। ও আবহ সংগীত করেছেন শিল্পী রাঘব চট্টোপাধ্যায় । ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর