ব্যুরো নিউজ, ১৬ অক্টোবর: আগমনীর আহ্বানে বর্ধমান জেলা পরিচ্ছন্নতার উদ্যোগ
জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাঝি ১৫ অক্টোবর সারা জেলা জুড়ে পরিচ্ছন্নতা উৎসবের ডাক দেন। উৎসবের শিরোনাম ছিল ‘আগমনীর আহ্বান: পরিচ্ছন্ন পূর্ব বর্ধমান’। সারা জেলা জুড়ে সমস্ত সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র, বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, সরকারি স্কুল, আশা কর্মী, অঙ্গনওয়ারি কর্মী সহ বিধায়ক, সমস্ত জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে মিলে এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। জেলার জামালপুর ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদারের নেতৃত্বে ব্লকের কর্মীরা বিভিন্ন পঞ্চায়েত এলাকায় গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েন। গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান, পঞ্চায়েত অফিসের কর্মীরাও ভাগ করে গ্রামে গ্রামে পৌঁছে যান। ব্লকের সমস্ত প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও অংশ গ্রহণ করেন। জামালপুর ২নং পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় নিজের হাতে প্লাস্টিক সহ অন্যান্য বর্জ্য পরিষ্কার করেন বিধায়ক অলক কুমার মাঝি। তিনি বলেন নিজে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হয় তেমন নিজের বাড়ি, পাড়া বা নিজের এলাকাকেও পরিষ্কার রাখা আমাদের কর্তব্য। বিশেষ একটা দিন নয়, প্রতিদিনই এই বিষয়টা আমাদের নজর রাখতে হবে।
রবিবার বেরুগ্রাম হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা বেরুগ্রাম ও বলরামপুর গ্রামের পাড়ায় পাড়ায় পৌঁছে যান। শুধু প্লাস্টিক বর্জ্য নিয়ে সচেতন নয়, ১৮ বছরের আগে মেয়েদের বিবাহ নয়, ডেঙ্গি নিয়ে সচেতনতা মূলক প্রচার, অনলাইন কাজকর্ম যাতে সকলে বি এস কে কেন্দ্র থেকে করান বা আসন্ন দুর্গা পুজো কেউ যেন শব্দ বাজি না ব্যাবহার করেন সে বিষয়ে মানুষকে সচেতন করেন। এছাড়াও পঞ্চায়েতের পক্ষ থেকে দুটি গ্রামের আজকের এই সাফাই অভিযানে দায়িত্বপ্রাপ্তরা ছিলেন। ছিলেন উপ প্রধান রিয়া বাগ, পঞ্চায়েত সদস্যা জ্যোতি সিং, পঞ্চায়েতের বড়বাবু সিদ্ধার্থ রায় সহ এলাকার বিশিষ্ট জনেরা। এছাড়াও সাদীপুর হাই স্কুল, বনবিবিতলা হাই স্কুল, চকদিঘি হাই স্কুল, কালনা কাঁসরা হাই স্কুল, জামালপুর হাই স্কুল, গোপালপুর মুক্তকেশি বিদ্যালয় সহ সব স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিজে হাতে এই সাফাই অভিযানে অংশ নেন।
ব্লকের দুই জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ ও গৌতম কুমার দত্ত জামালপুর ২ ও চকদীঘি পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে সাফাই অভিযানে হাত লাগান। পূর্ত কর্মাধক্ষ্য তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান নিজের গ্রামে, নিজের এলাকায় সকলের সাথে একসঙ্গে সাফাই অভিযানে হাত লাগান। জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সকল চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে হাসপাতাল চত্বর পরিষ্কার করেন স্বাস্থ্য আধিকারিক ডাঃ ঋত্বিক ঘোষ। ব্লকের প্রতিটি স্কুল গত শুক্রবার ছাত্র ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক পদযাত্রা করে।
বাড়ি বাড়ি পৌঁছে প্লাস্টিক সংগ্রহ করে এনে পঞ্চায়েতের নির্দিষ্ট গাড়িতে রাখা হয়। ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার ও স্বাস্থ্য আধিকারিক ডাঃ ঋত্বিক ঘোষ বলেন, জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী আজ তাঁরা নিজেদের অফিস ও পুরো ব্লকের সব জায়গাতেই সাফাই অভিযানে নেমেছেন। সমস্ত দিক তাঁরা নজর দিয়ে দেখছেন। জমা জল যাতে পরিষ্কার করা হয় সে দিকেও নজর দিয়েছেন তারা কারণ জমা জল থেকেই হচ্ছে ডেঙ্গু। জেলাশাসকের একদিনের এই সাফাই অভিযানে জেলা জুড়ে বেশ ভালই সাড়া পাওয়া গেছে। ইভিএম নিউজ