অরূপ পাল, ১৩ ফ্রেব্রুয়ারিঃ অবশেষে আই লিগে জয়ের সরণিতে ফিরল মহমেডান স্পোটিং ক্লাব। রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলের ব্যবধানে পরাজিত করল গত দু-বছরের চ্যাম্পিয়ন গোকুলাম এফসিকে। ম্যাচের তেরো মিনিটের মাথায় দূরন্ত হেডে গোল করে গোকুলাম এফসিকে এগিয়ে দেন আবদুল হাক্কু। প্রথমার্ধে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গোকুলাম ১-০ ব্যবধানে এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধের ম শুরু থেকে আক্রমনের ঝড় তোলে সাদাকালো শিবিরের ফুটবলাররা।
ম্যাচের ছেষট্টি মিনিটের মাথায় মহমেডানের হয়ে গোল করে সমতা ফিরিয়ে আনেন আবিওলা দাউদা। চুলচেরা পাসটি বাড়ান অভিষেক হালদার। ম্যাচের অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করে মহমেডান স্পোটিংকে মূল্যবান তিনটি পয়েন্ট এনে দেন কেন লুইস।এই ম্যাচ জয়ের ফলে সতেরো ম্যাচে কুড়ি পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের নবম স্থানে উঠে এলো মহমেডান। অন্যদিকে ষোলো ম্যাচে চব্বিশ পয়েন্ট সংগ্রহ করে গত দুইবারের চ্যাম্পিয়ন গোকুলাম এফ সি রইল চতুর্থ স্থানে।