
আইলিগে স্বস্তির জয় মহমেডানের
অরূপ পাল, ১৩ ফ্রেব্রুয়ারিঃ অবশেষে আই লিগে জয়ের সরণিতে ফিরল মহমেডান স্পোটিং ক্লাব। রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলের ব্যবধানে পরাজিত করল গত দু-বছরের চ্যাম্পিয়ন গোকুলাম এফসিকে। ম্যাচের তেরো মিনিটের মাথায় দূরন্ত হেডে গোল করে গোকুলাম এফসিকে এগিয়ে দেন আবদুল হাক্কু। প্রথমার্ধে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গোকুলাম ১-০ ব্যবধানে এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধের ম শুরু থেকে আক্রমনের ঝড় তোলে