ব্যুরো নিউজ, ২৬ সেপ্টেম্বর: আইএসএল-এর প্রথম ম্যাচে ড্র ইস্টবেঙ্গলের
আইএসএলের শুরুটা জয় দিয়ে হল না ইস্টবেঙ্গলের। সোমবার যুবভারতীতে জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল লাল-হলুদকে। অসংখ্য গোলের সুযোগ নষ্টের খেসারৎ দিতে হল তাদের।
মুডিজের রিপোর্টে চাঞ্চল্য | আধার কার্ড থেকে ফাঁস হচ্ছে গোপন তথ্য
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও কিছুতেই গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল। প্রথমার্ধে যদিও মাঠে ছিলেন না ক্লেটন সিলভা। মনে করা হচ্ছিল তিনি নামলে পরিস্থিতি বদলাতে পারে। কিন্তু ৫৯ মিনিটে মাঠে নামা ক্লেটনও গোল করতে ব্যর্থ।
ম্যাচের ৯১ মিনিটের মাথায় হরমনজ্যোত খাবরা নিজেদের বক্সের মধ্যে জামশেদপুরের ইমরানকে বল ছাড়াই ফাউল করেন। কিন্তু রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় পেনাল্টির আবেদনে সাড়া দেননি। ৯৬ মিনিটে জামশেদপুরের এমিল বেনিকে লাল কার্ড দেখিয়েও তা বাতিল করে হলুদ কার্ড দেখান রেফারি।
ঘরের মাঠে লাল-হলুদ সমর্থকেরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার আশা করেছিলেন ইস্টবেঙ্গল ফ্যানেরা। তবে আগামী শনিবার যুবভারতীতে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে। তার আগে নিশ্চয়ই নিজেদের ভুলগুলো শুধরে নেবেন কোচ কুয়াদ্রত। ইভিএম নিউজ