অরূপ ঘোষ, ৩ জুনঃ (Latest News) অভিশপ্ত করমণ্ডল-এর ছায়া ঝারগ্রামেও

উড়িষ্যার বালেশ্বরের কাছে বাহানাগা স্টেশনের কাছে শুক্রবার ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে সমবেদনা জানালেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো ।

চেন্নাই গামী করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে বহু মানুষ। ওই ট্রেন দুর্ঘটনায় ঝাড়গ্রাম জেলার  সাঁকরাইল ব্লকের খুদমরাই অঞ্চলের ডুমুরিয়া গ্রামের ২৮ বছর বয়সী শিব শংকর নায়েক মারা যায়, আহত হয়েছে কালীচরণ নায়েক ।

শনিবার দুপুরে শিবশঙ্কর নায়েকের মৃতদেহ তার গ্রামে এসে পৌঁছানোর পর গোটা গ্রাম জুড়ে ও তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। ২৮ বছর বয়সী ওই যুবক পরিযায়ী শ্রমিকের কাজ করতে চেন্নাই যাচ্ছিলেন, আগেও কাজ করতেন। কিছুদিন বাড়িতে ছিলেন। বাড়িতে স্ত্রী ,নাবালক দুই সন্তান, বাবা-মা রয়েছে।

শনিবার দুপুরে মৃতদেহ গ্রামে আসার পর তার বাড়িতে যান গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, সাঁকরাইল ব্লকের বিডিও সহ আরো অনেকে। বিধায়ক মৃত শিব শংকর নায়েকের মৃত দেহে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে তিনি তার পরিবারের সকল সদস্যকে সমবেদনা জানান।

পাশাপাশি ট্রেন দুর্ঘটনার আহতদের সাথে ঝাড়গ্রাম হাসপাতালে গিয়ে দেখা করেন বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো।

(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর