ব্যুরো নিউজ, ২ অক্টোবর: অব্যাহত রাজ্য ও রাজ্যপাল সংঘর্ষ                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        রাজ্য বিজেপি-সহ কেন্দ্রকে তিব্র কটাক্ষ

২০১৮ সালে শোভন চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর কলকাতা পুরসভার মেয়র করা হয় ফিরহাদ হাকিমকে। কিন্তু পুরসভার আইন অনুযায়ী মেয়র হতে গেলে আগে কলকাতা পুরসভার কোনও ওয়ার্ডের কাউন্সিলর হতে হবে। রাজ্য সেই আইন সংশোধন করে। পরে ফিরহাদ ভোটে জিতে কাউন্সিলর হন। এরপর ২০২১ সালে কলকাতা পুরসভার ভোটে সংখ্যাগরিষ্ঠ  পায় তৃণমূল। ৫ বছরের জন্য মেয়র হন ফিরহাদ। এই মর্মে ফিরহাদ হাকিমের পদ নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস প্রশ্ন তোলেন। তিনি রাজ্যের কাছে জানতে চাইলেন ‘ একইসঙ্গে মন্ত্রী, আবার কলকাতার মেয়র, কীভাবে? এইটা কি অফিস অফ প্রফিট এর মধ্যে পরছে?

তাঁর প্রশ্নের উত্তরে দলের নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘রাজ্যপাল কোনও নিয়ম কানুন মানেন না, তিনি শুধু রাজ্যের কাজে নাক গলান। বহু লোক এইভাবে দুটি পদ একসাথে সামলেছে।’ তিনি এরপর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘যদি রাজনীতি করতে হয় তাহলে রাজভবন থেকে বেরিয়ে বিজেপির অফিস থেকে যেন নির্বাচন লড়েন। কার বিরুদ্ধে লড়তে চান নির্বাচন? বলুন। যেখানে বলবেন, সেখানে লরাই হবে। আমরা রাজ্যপালকে লক্ষ ভোটে হারাবো। রাজভবনে বসে তাঁর বড় বড় কথা বলা বন্ধ করা উচিৎ। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর