ইভিএম নিউজ ব্যুরো, ২০ এপ্রিলঃ(Latest News) অবৈধ বালি বোঝাই ট্রাক্টর রুখতে তৎপর রামপুরহাট থানা। পুলিশের চোখে ধুলো দিয়ে রমরমিয়ে চলছিল অবৈধ বালি পাচার। মূলত রামপুরহাট থানার নারায়নপুর এলাকায় লক্ষ্মীজল ব্রিজ থেকে অবৈধ ভাবে বালি পাচার চালাচ্ছিল পাচারকারিরা। ওই এলাকায় দীর্ঘ দিন ধরেই বালি পাচার চলছিল বলেই অভিযোগ। বুধবার অবৈধ এই পাচার রুখে বড়সড় সাফল্য পেল রামপুরহাট থানার পুলিশ।রামপুরহাট থানার আইসি নিলোৎপল মিশ্রর নেতৃত্বে বুধবার রাত্রে ৪টি বেআইনি বালি বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশ।
গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ নারায়নপুরের দিকে যাওয়া বালি বোঝাই ট্রাক্টর গুলিকে ধাওয়া করলে গাড়ি গুলি ফেলেই চম্পট দেয় পাচারকারিরা। তারপরই বালি ভর্তি ৪টি ট্রাক্টর বাজেয়াপ্ত করে রামপুরহাট থানার পুলিশ। তবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় ট্রাক্টর চালক এবং খালাসিরা। পাচারকারিরা এই বালি কোথায় পাচার করছিল এবং আর কারা কারা এই পাচারের সঙ্গে যুক্ত তা তদন্ত করছে পুলিশ।
বীরভূম জেলায় দীর্ঘদিন ধরে কয়লা বা গরু পাচারের পাশাপাশি বালি পাচার নিয়ে একাধিক উদাহরণ উঠে এসেছে। এর আগেও অবৈধ ভাবে বালি বোঝাই বহু লরি ও ট্রাক্টর আটক করেছে।(EVM News)