দীর্ঘ প্রতীক্ষার, ৬৬৩ টি দিন রোদ জল ঝড়ে কাটানোর পর অবশেষে মুক্তির আনন্দ। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ৬৫ জন যোগ্য প্রার্থী এবার নিয়োগ পেতে চলেছেন।প্রশ্ন ছিল সরকার কী চাকরিটা দিলো ? চাকরি প্রার্থীদের সাফ জবাব, চাকরিটা সরকার দেয়নি।চাকরিটা দিয়েছে আদালত। আদালতের নির্দেশে অযোগ্য ১০২ জনকে বরখাস্ত করা হয়েছিল।কমিশন জানিয়েছিল ওয়েটিং লিস্টে রয়েছে ৬৫ জনের নাম।ফলে অযোগ্যদের জায়গায় এবার ওয়েটিং লিস্টে থাকা যোগ্যরা চলেছেন বিদ্যালয় প্রাঙ্গনে যা ছিল এঁদের অধিকার। তাই এবার এঁদের অনেকেই গেয়ে উঠতে পারেন বিখ্যাত সেই গানের লাইনটি, “ চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো ? এখন আর কেউ আটকাতে পারবে না।”

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর