ব্যুরো নিউজ, ৯ ডিসেম্বর: অপহৃত পুলওয়ামার মূল চক্রী
অপহৃত পুলওয়ামার মূল চক্রী জয় সি মোহাম্মদের এক প্রথম সারির জঙ্গি মহিউদ্দিন নিখোঁজ হয়ে যাওয়ায় শোরগোল পড়ে গেছে পাকিস্তান জুড়ে,পাকিস্তানের হাফিজাবাদে হঠাৎই তাকে কিছু দুষ্কৃতি ঘিরে ফেলে এরপরে তাকে অজ্ঞাত কোন স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামা সেনাবাহিনীর উপর আক্রমণের মূল চক্রি মহিউদ্দিন আওরঙ্গজেব আলমগীর হঠাৎ ই কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে নিখোঁজ হলো।পারিবারিক একটু অনুষ্ঠানে যোগ দিতে মহিউদ্দিন যাচ্ছিলেন ডেরা হাজী গুলাম এর দিকে সেই সময় একটি চারচাকা গাড়িতে দুষ্কৃতিরা হঠাৎই তাকে ঘিরে ফেলে আর এর পরেই তাকে নিয়ে যাওয়া হয় এমন এক গোপন ডেরায় , যার কোনো হদিশ পাওয়া যায়নি মহিউদ্দিনের ।২০১৯ সালে পুলবামায় যে 40 জন সিআরপিএফ জওয়ান বিস্ফোরনে নিহত হয় তার মূল চক্রী ছিল এই মহিউদ্দিন রাস্তায় পোতা মাইনে উড়ে যায় সেনাবাহিনীর গাড়ি আর তাই নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয় ব্যাপক টানা পোড়েন।
BIG BREAKING NEWS – Top Jaish Terrorist Mohiuddin Aurangzeb Alamgir has been kidnapped by UNKNOWN car riders in Hafizabad, Pakistan 🔥🔥
He was a key conspirator of the 2019 terror attack on a CRPF convoy at Pulwama.
He was on the way to family function in Dera Haji Ghulam.…
— Times Algebra (@TimesAlgebraIND) December 9, 2023
প্লেন দুর্ঘটনায় মৃত্যু সৌদি রাজপুত্রের
BREAKING : Top Jaish–e–Mohammad Terrorist and a key conspirator of the 2019 terror attack on a CRPF convoy at Pulwama, Mohiuddin Aurangzeb Alamgir along with one of his relative have been kidnapped by unknown car riders in Hafizabad area of Pakistan when he was in the way to…
— Aviral Singh (@aviralsingh15) December 9, 2023
পাকিস্তান অভিযোগ অস্বীকার করে কিন্তু ভারত এই ঘটনার দায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং জয় শী মহম্মদ এর উপর আরোপ করে। হাফিজাবাদে এদিন মহিউদ্দিনের উপর আক্রমণ চালানোর সময় তার এক আত্মীয়কেও তুলে নিয়ে যায় দুষ্কৃতিরা। এখনো পর্যন্ত যে দুষ্কৃতিরা গাড়িতে তুলে নিয়ে গেছে তাদের কোন হদিশ পাওয়া যায়নি । ২০২২ সালে এপ্রিল মাসে ভারত মহিউদ্দিন ঔরঙ্গজেব কে চিহ্নিত করে তাকে জঙ্গি কার্যকলাপে মূল চক্রী বলে ঘোষণা করে । এই মহিউদ্দিন এর ওপরই দায়িত্ব ছিল জয় -সি -মোহাম্মদের হয়ে টাকা তোলার , আর সে এই টাকা তোলার কাজটি করত পাকিস্থান ও কাশ্মীরের বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে| সেই টাকা পাকিস্তান থেকে পাঠানো হতো কাশ্মীরে উগ্রপন্থী কার্যকলাপ চালানোর জন্য । আফগানিস্থান এবং পাকিস্তান থেকে বিভিন্ন সন্ত্রাসবাদীদের ভারতে ঢুকিয়ে দেওয়া সব কাজ করত এই আওরঙ্গজেবই। এই সন্ত্রাসবাদীদের মূল কাজ ছিল কাশ্মীরে উগ্রপন্থী কার্যকলাপ চালিয়ে যাওয়া সেই সূত্রে ই পুলওয়ামা সেনাবাহিনীর উপর হানা দেয় তারই নেতৃত্বে একদল সন্ত্রাসবাদী । ১৯৮৩ সালে ১লা জানুয়ারি জন্ম হয় আলমগীরের। ৩০ বছরের আলমগীর এরপর ভাওয়ালপুর থেকে পাঞ্জাব প্রদেশে আস্তানা গাড়ে| ১৯৬৭ সালে সন্ত্রাসবিরোধী আইন অনুসারে আলমগীরকে বিশেষভাবে চিহ্নিত করা হয়, ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য মহিউদ্দিন আলমগীর বিভিন্ন ছদ্মনামে ভারতের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত কখনো তার নাম ছিল মাকতাব আমির আবার কখনো মুজাহিদ ভাই কখনো বা মোহাম্মদ ভাই নামে নিজের পরিচয় দিত । ইভিএম নিউজ