ব্যুরো নিউজ, ৩ সেপ্টেম্বর: “অপরাধীদের স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গ”। রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে প্রশ্ন তুলে তীব্র ভাষায় রাজ্য সরকারকে কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর।

স্বজনহারাদের পাশে রাজ্যপাল আনন্দ বোস

“পশ্চিমবঙ্গ অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে”। শনিবার শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ায় নিহত স্কুল পড়ুয়ার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বেড়িয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী।

রাজ্যের আইনশৃঙ্খলা-সহ নারী নিরাপত্তা বিষয়ে প্রশ্ন তুলে সম্প্রতি বনধ হয়েছিল পাহাড় সমতলেও। অন্যদিকে, মাটিগাড়ায় নাবালিকা স্কুল মৃত্যুর ঘটনায় যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠতেই সরগরম হয়ে ওঠে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে। নতুন করে চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে।

অন্যদিকে মৃতা স্কুল পড়ুয়া যাতে সুবিচার পায় সেই লক্ষ্যে মৃতার বাড়িতে পা রাখছেন রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে জাতীয় শিশু সুরক্ষা কমিশন এমনকি রাজ্যপালও। এদিন তার বাড়ি যান অধীর রঞ্জন চৌধুরী। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে প্রশ্ন তোলেন তিনি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর